পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Regent Park : পরিবারকে না-জানিয়ে দেহ সৎকারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে - body burial

লালবাজারের তরফে জানানো হয়েছে, কোভিড প্রটোকলে সরকারি নিয়ম মেনেই দেহ সৎকার করা হয়েছে। এক্ষেত্রে কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খানকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

regent-park
পরিবারকে না -জানিয়ে দেহ সৎকারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

By

Published : Oct 27, 2021, 9:25 PM IST

কলকাতা, 27 অক্টোবর : পরিবারের সদস্যদের না-জানিয়েই মৃতদেহ সৎকার করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রিজেন্ট পার্ক থানার ঘটনা ৷ অভিযোগ, গত ষষ্ঠীর রাত থেকে রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লীর বাসিন্দা প্রেম কুমার যাদব নিখোঁজ হয়ে যায়।

ঘটনায় স্থানীয় রিজেন্ট পার্ক থানায় একটি মিসিং ডাইরি করে পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ গতকাল রাত্রে তাদের হরিদেবপুর থানা থেকে ফোন করে জানানো হয়, ছবি দেখে দেহ সনাক্ত করতে। সদস্যদের অভিযোগ, তারা ছবি দেখেই দেহ শনাক্ত করে। পড়ে পুলিশের কাছে দেহ চাইলে, থানার তরফে জানানো হয় দেহ পুলিশ সৎকার করে দিয়েছে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের অভিযোগ কীভাবে পুলিশ পরিবারকে না-জানিয়ে দেহ সৎকার করতে পারে ? লালবাজারের তরফে জানানো হয়েছে, কোভিড প্রটোকলে সরকারি নিয়ম মেনেই দেহ সৎকার করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খানকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ইডি, শুনানি নভেম্বরে

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। কীভাবে প্রেম কুমার যাদব নিখোঁজ হলেন ? নিখোঁজ হওয়ার পর তার গতিবিধি কী ছিল ? কার কার সঙ্গে ফোনে শেষ কথা হয়েছিল ? কীভাবে মৃত্যু হল ? পুলিশের তরফে এর কিছুই জানানো হয়নি।

ABOUT THE AUTHOR

...view details