পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দমদমে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ - laketown

দমদম ময়রা বাগানে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় কিছু জানা যায়নি।

By

Published : Mar 19, 2019, 10:57 PM IST

বিধাননগর, ১৯ মার্চ : দমদম ময়রা বাগানে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় কিছু জানা যায়নি।

লেকটাউনের দমদম পার্ক এলাকার স্থানীয়রা ওই যুবককে সাইকেল চোর সন্দেহে মারধর করে। সে কোনওভাবে সেখান থেকে পালিয়ে দমদমের ময়রাবাগানে একটি নির্মীয়মাণ আবাসনে আশ্রয় নেয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জল চেয়ে খায় সে। এর কিছুক্ষণ পরেই সে জ্ঞান হারায়। ওই যুবকের দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রায় তিন ঘণ্টা সেইখানে দেহ পড়ে থাকে। বিষয়টি স্থানীয় বাসিন্দারা পুলিশে জানায়। কিন্তু এলাকাটি লেকটাউন না দমদম থানার মধ্যে পড়ে, তা নিয়ে দ্বন্দ্ব থাকায় ঘটনাস্থানে পুলিশের যেতে দেরি হয়। পরে ঘটনাস্থানে আসে দমদম থানার পুলিশ। তারা এসে দেহটি নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠায় পুলিশ। দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details