কলকাতা, 7 জুন:এ বার বেআইনি ভাবে নিয়োগের অভিযোগ উঠল তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকে । তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে নিয়ম না মেনে 134 জনকে নিয়োগের অভিযোগ উঠেছে (Irregularities in Tamluk Ghatal cooperative bank recruitment)। ওই ব্যাংকের চেয়ারম্যান এবং সেক্রেটারিকে মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta high court)।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই মামলায় নিয়োগ নিয়ে ব্যাংককে মামলায় যুক্ত করতে হবে । তাদের মারফত মামলায় পার্টি করা হবে 134 জন চাকরি প্রাপককে । আগামী 2 অগস্ট মামলার পরবর্তী শুনানি (Tamluk Ghatal cooperative bank recruitment)।
আরও পড়ুন:CBI on Bagtui Massacre Case : বগটুই-কাণ্ডে শীঘ্রই চার্জশিট পেশ করবে সিবিআই
এই ব্যাংকে গ্ৰুপ-এ, বি এবং সি পদ মিলিয়ে প্রায় 134 জনকে নিয়োগ করা হয়েছে । এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি নেতা আশিস মণ্ডল । তাঁর দাবি, গত বছর এই নিয়োগগুলি করা হয়েছে । আশিসের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, এই নিয়োগে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের 2006 সালের আইন মানা হয়নি । ওই আইন অনুযায়ী কো-অপারেটিভ সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে কর্মী নিয়োগ করা উচিত । কিন্তু সার্ভিস কমিশনের কোনও সুপারিশ ছাড়াই এই নিয়োগ করা হয়েছে । বিক্রমের দাবি, শুধু এই ব্যাংকে নয়, রাজ্যের বিভিন্ন ব্যাংকে এই ধরনের বেআইনি নিয়োগ করা হয়েছে ।