পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shruti Banerjee Case : হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী, ভর্ৎসনা বিচারপতির - বিশ্বভারতীকে ভর্ৎসনা বিচারপতির

সমস্যা সমাধানে কর্মসমিতির 19 জন সদস্যের মধ্যে ন্যূনতম 6 জন সদস্যকে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দিয়েছিল আদালত । যদিও মঙ্গলবার বিশ্বভারতীর পক্ষে নোটিশ দিয়ে জানানো হয়, এক সদস্যের কমিটির কাছে বুধবার বিকেল চারটের সময় ভার্চুয়ালি শ্রুতি বন্দ্যোপাধ্যায় তাঁর সমস্যার কথা জানাবেন । এভাবে আদালতের নির্দেশ লঙ্ঘন করায় ভর্ৎসনা করল হাইকোর্ট ৷

s
s

By

Published : Aug 11, 2021, 6:14 PM IST

কলকাতা, 11 অগস্ট : গতকাল কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের বেতন সংক্রান্ত সমস্যা সমাধানে বিশ্বভারতীর কর্মসমিতিকে নির্দেশ দিয়েছিল । সেক্ষেত্রে কর্মসমিতির 19 জন সদস্যের মধ্যে ন্যূনতম 6 জন সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল । আদালতের এই নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার বিশ্বভারতীর পক্ষ থেকে ফের নোটিশ দিয়ে জানানো হয়, এক সদস্যের কমিটির কাছে বুধবার বিকেল চারটের সময় শ্রুতি বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি নিজের কথা জানাবেন । বিশ্বভারতীর এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্রুতি বন্দ্যোপাধ্যায় । এরপরই বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের প্রসঙ্গে ভর্ৎসনা করল হাইকোর্ট ৷

বুধবার মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বিশ্বভারতীর আইনজীবীর কাছে জানতে চান, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা অমান্য করে বিশ্বভারতী কী করে নোটিশ জারি করে ? বিচারপতির আরও প্রশ্ন, আদালত কর্মসমিতির ন্যূনতম সদস্যের কথা নির্দেশিকায় উল্লেখ করেছিল ৷ তা সত্বেও কেন ভার্চুয়ালি তার বক্তব্য শোনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ? বিশ্বভারতীর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বিশ্বভারতীর আইনজীবী । এরপরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, মঙ্গলবার 10 অগস্ট বিশ্বভারতী যে নোটিশ জারি করেছে সেই নোটিশের উপর স্থগিতাদেশ বজায় থাকবে আগামী 20 অগস্ট পর্যন্ত । ইতিমধ্যে বিশ্বভারতীকে জানাতে হবে, কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তারা এ ধরনের নোটিশ জারি করল ৷ ফের এই মামলার শুনানি হবে আগামী 16 অগস্ট ।

আরও পড়ুন: Calcutta High Court : পিএসির চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হলফনামা দিতে চান বিধানসভা স্পিকার

শ্রুতি বন্দ্যোপাধ্যায় 2014 সালে বিশ্বভারতীতে যোগ দিয়েছিলেন। সেই সময় পাঁচটি বর্ধিত ভাতার বদলে তাঁকে চারটি ভাতা দেওয়া হয়েছিল । তারপর তাঁর বর্ধিত ভাতা বন্ধ করে বিশ্ববিদ্যালয় ৷ লকডাউন পর্বে তাঁর অনুপস্থিতির কারণ দেখিয়ে বেতন বন্ধ করা হয় । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শ্রুতি বন্দ্যোপাধ্যায় । এরপরই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, মামলা চলাকালীন বেতন মিটিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয়কে । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিশ্বভারতী ডিভিশন বেঞ্চে গেলেও ডিভিশন বেঞ্চও বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল । তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় আদালতের নির্দেশ পালন না করায় আজ ভর্ৎসনা করেন বিচারপতি ।

ABOUT THE AUTHOR

...view details