কলকাতা/হাওড়া, 25 সেপ্টেম্বর: ফের দুর্নীতি মামলায় চাপ বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের । এবার রাজ্যের সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের (Minister of Cooperations Arup Roy) ৷ নাম জড়িয়েছে মন্ত্রীর দফতরের সচিব সত্যব্রত সামন্তেরও ৷ ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিয়ে বিস্ফোরক দাবি জানিয়েছে মামলাকারীরা । তাঁদের অভিযোগ, ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে অরূপ রায়ের বোন এবং তার ঘনিষ্ঠের বোনকে চাকরি দেওয়া হয়েছে । এই মামলায় মন্ত্রী অরূপ রায়কে (WB Minister Arup Roy) অভিযুক্ত করে হাইকোর্টে হলফনামা জমা পড়েছে ৷
ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর মতো তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি'র হাতে গ্রেফতারও হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ গরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ এবার আরেক দুর্নীতি মামলায় নাম উঠে এল মন্ত্রী অরূপ রায়ের ৷ আরও অভিযোগ, সমবায়মন্ত্রীর দফতরের সচিব সত্যব্রত সামন্তের বোন সমবায় দফতরে চাকরি পেয়েছেন । আরও অভিযোগ শূন্য পদের সংখ্যার থেকে দ্বিগুণ লোক নিয়োগ করা হয়েছে সমবায় ব্যাংকে । এছাড়াও অন্যান্য জেলার একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে ।
আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের
অভিযোগকারীদের দাবি, রাজ্যের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকেও চাকরি পাইয়ে দেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে ৷ ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও (বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি পেয়েছেন বলে দাবি করা হয়েছে ওই হলফনামাতে । ব্যাংকের সচিব কৌশিক কুলভির ভাইপো, ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়েও চাকরি পেয়েছেন বলেও অভিযোগ । এছাড়াও এই চাকরি প্রাপকদের তালিকায় নাম আছে ব্যাংকের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলেরও ৷ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপোর নামও আছে এই তালিকায় ।