কলকাতা, 28 মার্চ: তৃণমূল ও রাজ্য সরকারের চাপে বিধানসভা কাণ্ডে বিজেপির আহত বিধায়ক মনোজ টিগ্গাকে ভর্তি নিতে চাইছে না কলকাতার এক বেসরকারি হাসপাতাল ৷ সোমবার রাতে এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (BJP Allegation Against Hospital) ৷ চিকিৎসার জন্য এদিন রাতেই মনোজ টিগ্গাকে কল্যাণী এইমস হাসপাতাল ও মঙ্গলবার দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷
গেরুয়া শিবিরের দাবি, বুধবার বিধানসভায় তৃণমূল বিধায়কদের আক্রমণে তাদের সাত বিধায়ক আহত হয়েছেন ৷ বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা ছাড়াও এই তালিকায় রয়েছেন, শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউরি, নরহরি মাহাতো, অজয় পোদ্দার, লক্ষ্মণ ঘড়ুই, নাদির চন্দ্র বাউরি ৷ টিকিৎসার জন্য তাঁদের এদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ বিজেপির অভিযোগ, বাকিদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার পর ছেড়ে দেওয়া হলেও, মনোজ টিগ্গার পায়ে চোট ধরা পড়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে চাইছেনা, বাড়ি চলে যেতে বলা হচ্ছে ৷ আহত বিধায়কদের এদিন হাসপাতালে দেখতে গিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷ রাজ্য সরকারের চাপেই হাসপাতাল কর্তৃপক্ষ এরকম ব্যবহার করছে বলে তাঁদের অভিযোগ ৷