কলকাতা, 26 ডিসেম্বর: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতারা তাঁদের বিরোধী দলের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। কোনও কোনও ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক নেতার নাম করেও চলছে আক্রমণ। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের সব দলের রাজনৈতিক নেতাদের দেখা যেতে পারে এক মঞ্চে। এই ঘটনা ঘটার সম্ভাবনা চলতি বছরের শেষ দিনে। কারণ, ডিসেম্বরের শেষ দিন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের জন্মদিন। সেই জন্মদিনে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের নেতৃত্বকে।
৩১ ডিসেম্বর সাড়ম্বরে পালিত হবে সোমেন মিত্রের জন্মদিন। সোমেন মিত্রের জন্মদিনে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং ছেলে রোহন মিত্র। প্রতি বছর বাড়িতেই জন্মদিন পালন করতেন সোমেন মিত্র। অনাড়ম্বর এক ঘরোয়া অনুষ্ঠানে আত্মীয় পরিজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে সারাটা সন্ধ্যা গল্প করে কাটাতেন তিনি। এই প্রথম তাঁর মৃত্যুর পর জন্মদিন হবে প্রকাশ্যে। সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর নামে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। মুমূর্ষু রোগীর সেবায় অ্যাম্বুলেন্স দান করা হবে সোমেন মিত্রের পরিবারের পক্ষ থেকে। গরিব দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব অংশগ্রহণ করতে পারেন। কারণ, জীবদ্দশায় সোমেন মিত্রের সঙ্গে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক ছিল। সে জন্য সরাসরি কেউ আমন্ত্রণ ফেরাতে পারেননি।