পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সোমেনের জন্মদিনে আমন্ত্রিত সব দলের নেতারা - জন্মদিন

৩১ ডিসেম্বর পালিত হবে সোমেন মিত্রের জন্মদিন। সোমেন মিত্রের জন্মদিনে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং ছেলে রোহন মিত্র। সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর নামে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। মুমূর্ষু রোগীর সেবায় অ্যাম্বুলেন্স দান করা হবে সোমেন মিত্রের পরিবারের পক্ষ থেকে।

all political party leaders are invited in late congress leader somen mitra's birthday
প্রয়াত সোমেন মিত্রের জন্মদিনে আমন্ত্রিত সব দলের রাজনৈতিক নেতারা

By

Published : Dec 26, 2020, 6:43 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতারা তাঁদের বিরোধী দলের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। কোনও কোনও ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক নেতার নাম করেও চলছে আক্রমণ। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের সব দলের রাজনৈতিক নেতাদের দেখা যেতে পারে এক মঞ্চে। এই ঘটনা ঘটার সম্ভাবনা চলতি বছরের শেষ দিনে। কারণ, ডিসেম্বরের শেষ দিন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের জন্মদিন। সেই জন্মদিনে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের নেতৃত্বকে।

৩১ ডিসেম্বর সাড়ম্বরে পালিত হবে সোমেন মিত্রের জন্মদিন। সোমেন মিত্রের জন্মদিনে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং ছেলে রোহন মিত্র। প্রতি বছর বাড়িতেই জন্মদিন পালন করতেন সোমেন মিত্র। অনাড়ম্বর এক ঘরোয়া অনুষ্ঠানে আত্মীয় পরিজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে সারাটা সন্ধ্যা গল্প করে কাটাতেন তিনি। এই প্রথম তাঁর মৃত্যুর পর জন্মদিন হবে প্রকাশ্যে। সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর নামে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। মুমূর্ষু রোগীর সেবায় অ্যাম্বুলেন্স দান করা হবে সোমেন মিত্রের পরিবারের পক্ষ থেকে। গরিব দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব অংশগ্রহণ করতে পারেন। কারণ, জীবদ্দশায় সোমেন মিত্রের সঙ্গে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক ছিল। সে জন্য সরাসরি কেউ আমন্ত্রণ ফেরাতে পারেননি।

কয়েকদিন আগে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র আমন্ত্রণ জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সব্যসাচী দত্ত এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ প্রমুখকে। আমন্ত্রণ জানানো হয়েছে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে। সরাসরি আলিমুদ্দিন স্ট্রিট এবং সল্টলেকে গিয়ে বাম এবং বিজেপি তৃণমূল নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন রোহন মিত্র। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বামদলগুলির সম্পাদকদেরও।

আরও পড়ুন:অধীরই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কংগ্রেস বিধায়কের টুইটে ক্ষোভ

শিখা মিত্র জানিয়েছেন, সোমেন মিত্রের মৃত্যুর পর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে কোনও রাজনীতি থাকছে না। ব্যক্তিগতভাবে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকলেই আসবেন। সোমেন মিত্রের শ্রাদ্ধ বাসরে এসেছিলেন অনেকেই। জন্মদিনেও সকলে আসবেন বলে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শিয়ালদা বউবাজার চত্বরের বহু মানুষ ছাড়াও ওইদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সকলের প্রিয় ছোড়দার জন্মদিনে আসবেন অনেকেই। বউবাজারে হবে এই জন্মদিনের অনুষ্ঠান।

এখন দেখার, কারা সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আর কারা এড়িয়ে যান।

ABOUT THE AUTHOR

...view details