কলকাতা, 16 জানুয়ারি : বিধানসভার দু'দিনের বিশেষ অধিবেশন ঘিরে শাসক এবং বিরোধী দলের মধ্যে তরজা চলছে । এই অবস্থায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় সর্বসম্মত প্রস্তাব শান্তিপূর্ণভাবে গ্রহণ করা যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে শাসক দলের মধ্যেই । 2014 সালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার কৃষি সংক্রান্ত আইন চালু করেছিল । ওই আইন প্রত্যাহার করা হয় কিনা সেদিকেই কড়া নজর রয়েছে বিরোধীদের । এই অবস্থায় বিরোধীরা বিধানসভায় সংখ্যালঘু হলেও মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের বক্তব্য রেকর্ড করে রাখতে চায় বলে অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারেন । সেকারণে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
চলতি মাসের 27 এবং 28 তারিখ বিধানসভায় দু'দিনের স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে । তার আগে সোমবার অর্থাৎ 25 জানুয়ারি অধ্যক্ষের কক্ষে সর্বদলীয় বৈঠক এবং বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে বলে জানা গিয়েছে । সেই অধিবেশনে বিরোধীরা ফের বর্ধিত অধিবেশনের দাবি জানাবে অধ্যক্ষের কাছে । বিরোধী বামফ্রন্ট এবং কংগ্রেস চায় বিধানসভার অধিবেশন ন্যূনতম 15 দিন চলুক । বিরোধীদের দাবি, দু'দিনের অধিবেশনে সাধারণ মানুষের চাহিদার বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাবে না । ন্যূনতম দুই সপ্তাহের জন্য বিধানসভা অধিবেশন বসাতে হবে । গতকালই তারা এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে । যদিও এখনও পর্যন্ত বিরোধীদের আবেদনে সাড়া দেয়নি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন পরিষদীয় দপ্তর ।
আরও পড়ুন :কৃষি আইন বাতিলের প্রস্তাব নিয়ে 2 দিনের বিধানসভা অধিবেশন