কলকাতা, 13 মার্চ: প্রস্তুতি সম্পন্ন। চলছে নিয়ম-রক্ষার প্রোটোকল মানার কাজ। আগামী সপ্তাহ রাজ্যের পৌর নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই ঘোষণা হতে চলেছে কলকাতা এবং হাওড়া পৌর নির্বাচনের দিন। আবার ওই দিনেই বাকি পৌরসভা গুলির নির্ঘণ্টও ঘোষণা হতে পারে। কিংবা সেটা আরও পরেও হতে পারে। কলকাতা এবং হাওড়া পৌর নির্বাচনের জন্য আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে সর্বদল বৈঠক ডাকলেন কমিশনার।
নির্বাচন কমিশনে কালিম্পং ছাড়া সব জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক হয়ে গেছে। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এবং সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য আগামী ভোটের বিষয় গুরুত্বপূর্ণ সব কথার জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন। প্রতিটি জেলায় জেলাশাসক রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন। বৈঠকে প্রত্যেক জেলার স্পর্শকাতর বুথের সংখ্যা, ভোটকেন্দ্রের অবস্থা, ভোট কর্মী নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে খবর। স্পর্শকাতর বুথের সংখ্যার সূত্র ধরে এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হতে পারে কমিশনে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা রাজ্য নির্বাচন কমিশনকে বলে গিয়েছেন। তিনি বেশ কিছু নির্দিষ্ট ফরমুলা দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে। সূত্রের খবর তেমনটাই। সেই সূত্র ধরেই রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের সঙ্গে বৈঠকে বসতে চাইছে রাজ্য নির্বাচন কমিশনার। লক্ষ্য একটাই। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট। প্রথা মেনে শীঘ্রই রাজ্যের ADG (L&O) জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।