পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিধানসভা ভোটের প্রস্তুতি, সামারি রিভিশনে সর্বদল বৈঠক ডাকল কমিশন

আসন্ন বিধানসভা নির্বাচন ৷ তারই প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন ৷

all party meeting at election commission
all party meeting at election commission

By

Published : Nov 2, 2020, 5:38 PM IST

Updated : Nov 2, 2020, 5:44 PM IST

কলকাতা, 2 নভেম্বর : আগামী বছর পশ্চিমবঙ্গসহ অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন । সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন । যদিও বিহার ভোটের পর এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জন্য নিয়ম মোতাবেক প্রস্তুতির কাজ শুরু হবে । কিন্তু তার আগে চলতি মাসেই শুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামারি রিভিশন । ভোটার লিস্টে নাম তোলার বিষয়টি নিয়ে নিয়ম মোতাবেক সর্বদল বৈঠক ডাকল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

দপ্তর সূত্রে জানা গেছে, 18 নভেম্বর শুরু হচ্ছে ভোটার লিস্টের নাম তোলার কাজ । বিশেষ সংশোধনীর (সামারি রিভিশন) কাজ চলবে 15 ডিসেম্বর পর্যন্ত । তার আগে প্রকাশিত হবে ভোটার লিস্টের খসড়া তালিকা । ধারাবাহিক ভাবে চলবে নাম তোলা, বাদ দেওয়ার আবেদন গ্রহণ এবং শুনানি । সামানি রিভিশনের কাজের চূড়ান্ত প্রক্রিয়া চলবে 5 জানুয়ারি পর্যন্ত । এখনও পর্যন্ত ঠিক রয়েছে 15 জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা । সব ঠিক থাকলে এই তালিকাতেই হবে বিধানসভা নির্বাচন ।

তবে রিভিশনের পরেও ভোটার তালিকায় নাম তোলার কাজ নিয়মমতো চলবে । আরও জানা গেছে, সামারি রিভিশন চলার সময় প্রতি শনি এবং রবিবার হবে বিশেষ ক্যাম্প । বিধানসভা নির্বাচনের আগে সামারি রিভিশন রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । সেই কারণে সামারি রিভিশনের আগে রাজনৈতিক দলগুলির মতামত চাইছে নির্বাচন কমিশন । নির্বাচন প্রক্রিয়ার অন্যতম স্টেক হোল্ডার হিসেবে রাজনৈতিক দলগুলির সামারি রিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । আগামী 9 নভেম্বর দুপুর দুটোর সময় ডাকা হচ্ছে সর্বদল বৈঠক । যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা জারি হয়নি ।

Last Updated : Nov 2, 2020, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details