পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad on KMC Lands: কলকাতা পৌরনিগমের প্রতিটি জমি ও বাড়ির মূল্যায়ন হবে, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

শহর কলকাতার প্রতিটি জমির মূল্যায়ন করা হবে এবং সেই মত বাড়িগুলিকে পৌরকরের আওতায় আনা হবে (All KMC Lands Will Assessed and Comes Under Taxation) ৷ আজ এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পাশাপাশি, জলাশয়গুলির আলাদা মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র ৷

By

Published : Jul 30, 2022, 9:45 PM IST

All KMC Lands Will Assessed and Comes Under Taxation
All KMC Lands Will Assessed and Comes Under Taxation

কলকাতা, 30 জুলাই: কলকাতা পৌরনিগম এলাকায় আর কোনও মূল্যায়নহীন জমি থাকবে না ৷ এ দিন টক টু মেয়র কর্মসূচিতে এ কথা জানান ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তিনি জানিয়েছেন, শহরের সমস্ত সম্পত্তির মূল্যায়ন করা হবে ৷ আর তার পরেই সব জমিকে পৌরনিগমের করের আওতায় নিয়ে আসা হবে (All KMC Lands Will Assessed and Comes Under Taxation) ৷ পাশাপাশি, পৌরনিগমের অনুমতি ছাড়া যে বাড়ি তৈরি হবে, সেগুলির দখল নেবে অথবা ভেঙে ফেলবে পৌরনিগম ৷

তবে, শুধু জমির মূল্যায়ন নয় ৷ শহরের সব পুকুর ও জলাশয়গুলিকেও চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ প্রসঙ্গত, প্রায়ই শহরের জলাশয় বুজিয়ে বহুতল তৈরির অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ বন্ধ করতে এই ব্যবস্থা বলে জানিয়েছেন তিনি ৷ পুকুর চিহ্নিত করতে বিশেষ নম্বর ব্যবহার করা হবে ৷ এ দিন উদাহরণ হিসাবে সেই নম্বরও উল্লেখ করেন ফিরহাদ ৷

পাশাপাশি, প্রতিবছরের মতো এ বারেও বর্ষার শুরুতেই কলকাতার সব বিপজ্জনক বাড়িগুলিতে নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে জানান ফিরহাদ হাকিম ৷ সার্বিকভাবে বাড়ির মালিকদের পরামর্শ দেওয়া হবে ৷ যেখানে বলা হবে, লিখিতভাবে পৌরনিগমকে জানালে বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হবে ৷ আর যখন বাড়িগুলি নতুন করে তৈরি হয়ে যাবে, তখন লিখিত আবেদন করলে বাড়ির মালিক তাঁর সম্পত্তি ফেরত পেয়ে যাবেন ৷

all-kmc-lands-will-assessed-and-comes-under-taxation

আরও পড়ুন:অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্ত শুরু কেএমডিএ'র

পাশাপাশি, পৌরনিগমের অনুমতি ছাড়া যে বাড়িগুলি তৈরি হয়েছে এবং তার থেকে বাণিজ্যিক সুবিধা নেওয়া হচ্ছে ৷ এমন বাড়িগুলির দখল নেওয়া হবে বলে জানান তিনি ৷ প্রয়োজনে বুলডোজার দিয়ে সেই বাড়িগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন মেয়র ৷

ABOUT THE AUTHOR

...view details