কলকাতা, 21 মার্চ: নভেল কোরোনা ভাইরাস ডিজি়জ় (COVID-19)-এর জেরে সব পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত সব থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত থাকবে বলে শনিবার জানানো হয়েছে।
কোরোনা আতঙ্কে পরীক্ষা স্থগিত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে - Health university Corona
সব পরীক্ষা স্থগিত ঘোষণা করল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়
COVID-19-এর মোকাবিলায় ভিড় এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এই পরামর্শের জেরে দেশজুড়ে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদেশেও COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যে ইতিমধ্যে চার জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রবিবার জনতা কারফিউয়ের কথা বলেছে কেন্দ্রীয় সরকার। এই ধরনের পরিস্থিতির মধ্যে স্কুলে ছুটি, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্থগিতের ঘোষণাও করা হয়েছে।
শনিবার, 21 মার্চ রাজ্যর স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর কন্ট্রোলার অফ এগজা়মিনেশনস একটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷ নোটিসে জানানো হয়েছে, সরকারের পরামর্শে COVID-19 প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 23 মার্চ থেকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। পরীক্ষার পরবর্তী সূচি পরে ঘোষণা করা হবে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত, ওয়েবসাইট থেকে ডাউনলোড না করার জন্য পরীক্ষার্থীদের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়।