কলকাতা, 29 জুলাই : PC, আমাদের মতো যাঁরা সাংবাদিক, তাঁদের কাছে এই কথাটা শুনলেই মনে আসে প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠকের কথা ৷ তবে ভারতের রাজনৈতিক কুশীলবদের মধ্যে PC বললে প্রথমেই মনে আসে চিদম্বরমের কথা ৷ কারণ, তিনি পালানিয়প্পন চিদম্বরম (Palaniappan Chidambaram) ৷ সংক্ষেপে PC .
নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি হওয়া এই পরিচয়ে চিদম্বরমকে অবশ্য একেবারে পিছনে ফেলে দিয়েছেন আরও একজন ৷ তিনি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ৷ তিনিও PC. তবে আরও একটু স্পষ্টভাবে... PeeCee .
2000 সালে মিস ওয়ার্ল্ড (Miss World 2000) হওয়া থেকে বলিউড-হলিউড (Bollywood-Hollywood) হয়ে 2018-তে নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করা পর্যন্ত, PC পরিচয়েই তিনি খ্যাত হয়েছেন, শিরোনামে এসেছেন বারবার ৷
আচমকা এই দুই ভারতীয় PC-র পরিচয় কেড়ে নিতে হাজির হয়েছেন আরও একজন ৷ পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ নাম ও পদবীর আদ্যাক্ষর নিয়ে তিনিও তো PC !
প্রিয়াঙ্কাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে ভারতীয় রাজনীতির দুই PC, পি চিদম্বরম ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে মিল অনেক ৷ দু’জনেই কংগ্রেসি (Congress) ঘরানার রাজনীতি করেন ৷ চিদম্বরম সরাসরি কংগ্রেসের সঙ্গে যুক্ত ৷ আর পার্থ কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাতে তৈরি দল তৃণমূলের (Trinamool Congress) হেভিওয়েট নেতা ৷
দু’জনেই আবার দল সরকারে থাকাকালীন শীর্ষ পর্যায়ের দায়িত্ব সামলাছেন ৷ চিদম্বরম ইউপিএ আমলে কখনও অর্থমন্ত্রী, আবার কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ পার্থও একই ভাবে 2011 সাল থেকে মমতার মন্ত্রিসভায় কখনও শিক্ষা, কখনও শিল্প-বাণিজ্য দফতর সামলেছেন ৷
কাকতালীয় হয়তো ! কিন্তু এটা সত্যিই যে দু’জনেই দুর্নীতিতে অভিযুক্ত ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে আইএনএক্স মিডিয়াকে অনৈতিকভাবে বেসরকারি বিনিয়োগ এনে দেওয়ায় অভিযুক্ত চিদম্বরম ৷ 2019 সালে সিবিআই (CBI) দেওয়াল টপকে তাঁর নয়াদিল্লির বাসভবনে ঢুকে তাঁকে গ্রেফতার করে ৷