পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আলিপুর চিড়িয়াখানা কলকাতার ফুসফুস : ফিরহাদ

চিড়িয়াখানা গাছগাছালি পূর্ণ হওয়ায় এবং বড় বড় জলাশয় থাকার কারণে বর্তমানে কলকাতার একটি 'ফুসফুস' বলে বিবেচিত হয়, মন্তব্য ফিরহাদের । তিনি বলেন, ''কলকাতা শহরে ইদানীং অনেক সবুজায়ন করা হয়েছে । তবে এখনও সবুজায়ান আরও বৃদ্ধি করতে হবে শহর কলকাতা জুড়ে। সেই সঙ্গে শৈশবকে বাঁচিয়ে রাখার স্বার্থে চিড়িয়াখানাকে বাঁচিয়ে রাখতে হবে।''

মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Nov 14, 2019, 5:01 PM IST

Updated : Nov 14, 2019, 9:28 PM IST

কলকাতা, ১৪ নভেম্বর : শিশু দিবস উপলক্ষে আজ থেকে কলকাতা চিড়িয়াখানায় শুরু হল 'জু ফেস্টিভাল' । আজ চিড়িয়াখানায় উৎসবের উদ্বোধন করতে এসে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "চিড়িয়াখানা শুধু পশু-পাখির সংরক্ষণ ও প্রদর্শনীর জায়গা নয়, দূষণের নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে আলিপুর চিড়িয়াখানা ।" তিনি আরও বলেন, "কলকাতায় যেখানে প্রতিনিয়ত দূষণের মাত্রা বেড়ে চলেছে সেখানে চিড়িয়াখানার গাছগাছালি ও জলাভূমি থাকার ফলে দূষণের মাত্রা অনেক কম।"

চিড়িয়াখানা গাছগাছালি পূর্ণ হওয়ায় এবং বড় বড় জলাশয় থাকার কারণে বর্তমানে কলকাতার একটি 'ফুসফুস' বলে বিবেচিত হয়, মন্তব্য ফিরহাদের । তিনি বলেন, ''কলকাতা শহরে ইদানীং অনেক সবুজায়ন করা হয়েছে । তবে এখনও সবুজায়ান আরও বৃদ্ধি করতে হবে শহর কলকাতা জুড়ে। সেই সঙ্গে শৈশবকে বাঁচিয়ে রাখার স্বার্থে চিড়িয়াখানাকে বাঁচিয়ে রাখতে হবে।''

আজ চিড়িয়াখানায় এসে মেয়র জানান, এক সময় তিনি যখন ছোট ছিলেন তখন আলিপুর চিড়িয়াখানায় এসে পশু-পাখিদের দেখে আনন্দ পেতেন । জু ফেস্টিভ্যাল চলবে 19 তারিখ পর্যন্ত ।

Last Updated : Nov 14, 2019, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details