পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 4, 2022, 6:31 PM IST

ETV Bharat / city

Chit Fund Scam : চিটফান্ড কর্তা শান্তিলাল সুরানাকে জেল হেফাজতে পাঠাল আদালত

চিন্ডফান্ডের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের হাতে গ্রেফতার হয়েছেন শান্তিলাল সুরানা ৷ বুধবার তাঁকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় ৷ আদালত তাঁকে 19 মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে (Alipore Police Court Sends Chit Fund Accused to JC) ৷

alipore-police-court-sends-chit-fund-accused-to-jc
Chit Fund Scam : চিটফান্ড কর্তা শান্তিলাল সুরানাকে জেল হেফাজতে পাঠাল আদালত

কলকাতা, 4 মে : চিটফান্ড কাণ্ডে গ্রেফতার শান্তিলাল সুরানাকে আজ আলিপুর পুলিশ আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে (Alipore Police Court Sends Chit Fund Accused to JC) ৷ আগামী 19 মে পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে ৷

অতি সম্প্রতি শান্তিলাল সুরনাকে গ্রেফতার করে জেরা করে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের গোয়েন্দারা (Chit Fund Accused Shantilal Surana Arrested by DEO) । পরে তাঁকে জেরা করেই মেলে চাঞ্চল্যকর তথ্য । গোয়েন্দারা জানতে পারেন যে কলকাতার বালিগঞ্জের কুইন্স পার্কে অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি তৈরি করেছিলেন শান্তিলাল । শুধু তাই নয়, তাঁর জালিয়াতির আরও একাধিক পদ্ধতির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা ।

গোয়েন্দারা জানাচ্ছেন, বালিগঞ্জের কুইন্স পার্কে শান্তিলালের 15 হাজার বর্গফুটের এক বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে । তার ভিতরে রয়েছে বিলাসের যাবতীয় আয়োজন । 6 নম্বর কুইন্স পার্কের সেই বাড়িতে রয়েছে যাবতীয় আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ।

গোয়েন্দা সূত্রের খবর, 2019 সাল থেকে ভবানীপুর-সহ রাজ্যের 20 থেকে 25টি থানায় মামলা রয়েছে সুরানার সংস্থার বিরুদ্ধে । এখন সেইসব মামলার তদন্ত করছে রাজ্যের ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস বা ডিইও (DEO) । তদন্তে উঠে এসেছে, মূলত অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধাদের টার্গেট করত এই ভুঁইফোঁড় সংস্থাটি ।

একের পর এক অভিযোগ সামনে আসতেই গ্রেফতার হন শান্তিলাল সুরানা । তবে এখনও অধরা সংস্থার অন্যতম ডিরেক্টর তাঁর স্ত্রী এবং ছেলে-মেয়ে সহ বাকি অভিযুক্তরা । অভিযোগ, 2007 থেকে 2016 সালের মধ্যে মোটা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে আমানতকারীদের থেকে এই সংস্থা 2 হাজার কোটি টাকা তোলে ।

আরও পড়ুন :Shantilal Surana Chit fund Case : চিটফান্ড-কাণ্ডে ধৃত শান্তিলাল সুরানার বিলাসবহুল গেস্ট হাউসে হানা গোয়েন্দাদের

ABOUT THE AUTHOR

...view details