কলকাতা, 4 মে : চিটফান্ড কাণ্ডে গ্রেফতার শান্তিলাল সুরানাকে আজ আলিপুর পুলিশ আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে (Alipore Police Court Sends Chit Fund Accused to JC) ৷ আগামী 19 মে পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে ৷
অতি সম্প্রতি শান্তিলাল সুরনাকে গ্রেফতার করে জেরা করে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের গোয়েন্দারা (Chit Fund Accused Shantilal Surana Arrested by DEO) । পরে তাঁকে জেরা করেই মেলে চাঞ্চল্যকর তথ্য । গোয়েন্দারা জানতে পারেন যে কলকাতার বালিগঞ্জের কুইন্স পার্কে অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি তৈরি করেছিলেন শান্তিলাল । শুধু তাই নয়, তাঁর জালিয়াতির আরও একাধিক পদ্ধতির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা ।
গোয়েন্দারা জানাচ্ছেন, বালিগঞ্জের কুইন্স পার্কে শান্তিলালের 15 হাজার বর্গফুটের এক বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে । তার ভিতরে রয়েছে বিলাসের যাবতীয় আয়োজন । 6 নম্বর কুইন্স পার্কের সেই বাড়িতে রয়েছে যাবতীয় আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ।