পশ্চিমবঙ্গ

west bengal

মুখ্যসচিব হিসেবে আরও তিন মাস মেয়াদ বাড়ল আলাপনের

By

Published : May 24, 2021, 10:37 PM IST

গত বছরের 29 সেপ্টেম্বর রাজীব সিনহার অবসরের পরেই রাজ্যের মুখ্যসচিব পদে ধীর-স্থির আমলা হিসেবে পরিচিত আলাপন বন্দ্যোপাধ্যায়কে বসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়ে পেশাগত দিক থেকে সাংবাদিকতার দায়িত্ব সামলানো 60 বছর বয়সী আমলা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছের মানুষ হিসেবেই প্রশাসনিক মহলে পরিচিত ছিলেন ।

Alapan Banerjee
Alapan Banerjee

কলকাতা, 24 মে :নির্বাচনে জিতেই কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মমতা। চেয়েছিলেন তাঁর পছন্দের এবং কাজের মানুষ বর্তমান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি করতে । সোমবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও তিন মাস বাড়ানোয় অনুমোদন দিয়েছে কেন্দ্র । ফলে আগামী 31 অগাস্ট পর্যন্ত রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকের দায়িত্বভার সামলাবেন তিনি ।

উল্লেখ্য, 60 বছর পূর্ণ হওয়ায় চলতি মাসের 31 তারিখ অবসর নেওয়ার কথা ছিল তাঁর। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সমর ঘোষের পরে আলাপন বন্দ্যোপাধ্যায়ই হলেন দ্বিতীয় মুখ্যসচিব যাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হল । 2011 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর তত্‍কালীন মুখ্যসচিব সমর ঘোষের কার্যকাল আরও 6 মাস বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছরের 29 সেপ্টেম্বর রাজীব সিনহার অবসরের পরেই রাজ্যের মুখ্যসচিব পদে ধীর-স্থির আমলা হিসেবে পরিচিত আলাপন বন্দ্যোপাধ্যায়কে বসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়ে পেশাগত দিক থেকে সাংবাদিকতার দায়িত্ব সামলানো 60 বছর বয়সী আমলা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছের মানুষ হিসেবেই প্রশাসনিক মহলে পরিচিত ছিলেন । যদিও রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের পাত্র হয়ে ওঠেন আলাপন । পরিবহণ, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সচিবের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি ।

আরও পড়ুন :ভ্যাকসিন নেওয়া হল না, করোনায় প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

গত 12 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছিলেন, ''কোভিড পরিস্থিতি সামাল দিতে হলে আলাপনের মতো দক্ষ আধিকারিককে রাজ্যে দরকার।'' তবে মুখ্যমন্ত্রী ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানোর অনুরোধ জানালেও কেন্দ্রের পক্ষ থেকে আলাপনের কার্যকালের মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমোদন দেওয়া হল ৷

ABOUT THE AUTHOR

...view details