পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নির্দিষ্ট সময়েই কেন্দ্রকে শোকজের জবাব পাঠাচ্ছেন আলাপন - center issued show caused notice to alapan banerjee

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিতির কারণ কী ? আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছে কেন্দ্র ৷ নবান্ন সূত্রে খবর, তিনি আজই উত্তর দেবেন শোকজের ৷

alapan-banerjee-will-give-reply-of-show-cause-notice-to-central-government-within-due-time
নির্দিষ্ট সময়েই কেন্দ্রকে শোকজের জবাব পাঠাচ্ছেন আলাপন

By

Published : Jun 2, 2021, 3:04 PM IST

কলকাতা, 2 জুন : আইনি পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ে তাঁর বিরুদ্ধে করা শোকজের জবাব দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে এমনটাই খবর ।

গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব । তাঁর কর্মজীবনের শেষ দিকে ঘটে যাওয়া ঘটনাবলী এখন প্রধান আলোচনার বিষয় । প্রধানমন্ত্রীর কলাইকুন্ডা বৈঠকে তাঁর গরহাজিরা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র । এবং সরাসরি বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শোকজ করা হয়েছে ।

মূলত, এই অবস্থায় আইনজীবীদের পরামর্শ মেনেই উত্তর দেবেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা । যেহেতু তাঁকে শোকজ কর্মিবর্গ মন্ত্রক থেকে করা হয়নি । কাজেই এক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনকে কাজে লাগিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে বলে একটি মহল থেকে দাবি করা হচ্ছে ।

এক্ষেত্রে তাঁকে তিন দিন সময় দেওয়া হয়েছিল উত্তর দেওয়ার জন্য। তবে সেই সময়সীমা শেষের আগে আজ বিকেল চারটের মধ্যেই আলপন বন্দ্যোপাধ্যায় শোকজের উত্তর কেন্দ্রকে পাঠিয়ে দেবেন বলে জানা গিয়েছে । নবান্ন সূত্রের খবর, সংঘাত নয়, মূল ঘটনাবলীর উল্লেখ করে কেন প্রধানমন্ত্রীর বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারেননি, তা জানাবেন।

আরও পড়ুন :অবসরের পর সরকারি কর্মচারীদের মত প্রকাশে রাশ টানতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

বর্তমান পরিস্থিতিতে আলাপনের পাশেই রয়েছে রাজ্য সরকার । কিন্তু এই অবস্থায় নতুন করে কেন্দ্রকে চিঠি দিয়ে ফের তাঁকে সমস্যায় ফেলতে চাইছে না রাজ্য সরকার । কেন্দ্র যদি আলাপনের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করে, সেক্ষেত্রে সব ধরনের সাহায্য করবে রাজ্য সরকার । এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে ৷

ABOUT THE AUTHOR

...view details