কলকাতা, 2 জুন : আইনি পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ে তাঁর বিরুদ্ধে করা শোকজের জবাব দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে এমনটাই খবর ।
গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব । তাঁর কর্মজীবনের শেষ দিকে ঘটে যাওয়া ঘটনাবলী এখন প্রধান আলোচনার বিষয় । প্রধানমন্ত্রীর কলাইকুন্ডা বৈঠকে তাঁর গরহাজিরা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র । এবং সরাসরি বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শোকজ করা হয়েছে ।
মূলত, এই অবস্থায় আইনজীবীদের পরামর্শ মেনেই উত্তর দেবেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা । যেহেতু তাঁকে শোকজ কর্মিবর্গ মন্ত্রক থেকে করা হয়নি । কাজেই এক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনকে কাজে লাগিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে বলে একটি মহল থেকে দাবি করা হচ্ছে ।