পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লোকাল-মেট্রো পরিষেবা চালু নিয়ে রেলকে রাজ্যের চিঠি - Alapan Bandyopadhyay

কোরোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালুর ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এই বিষয়ে রেল বোর্ডকে চিঠি দিল রাজ্য সরকার ।

Alapan Bandyopadhyay
আলাপন বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 29, 2020, 3:45 PM IST

কলকাতা, 29 অগাস্ট : লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালুর জন্য রাজ্য সরকার প্রস্তুত । রেল বোর্ডকে চিঠি দিয়ে জানাল রাজ্য সরকার । তবে সংখ্যায় কম ও সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিষেবা চালুর কথা চিঠিতে বলা হয়েছে ।

রাজ্যের তরফে রেল বোর্ডকে চিঠি

রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডকে লেখা চিঠিতে জানান, "শারীরিক দূরত্ব ও স্বস্থ্য সুরক্ষাবিধি মেনে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করতে আমরা প্রস্তুত ।" তবে পরিষেবা শুরুর আগে রেলের কাছে সমস্তরকম সাহায্যের অনুরোধ জানিয়েছে রাজ্য । গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালুর ইচ্ছা প্রকাশ করেছিলেন । তিনি জানান, "মেট্রো চললে আপত্তি নেই ৷ তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ এক চতুর্থাংশ লোকাল ট্রেন চালানো যেতে পারে ৷ এই নিয়ে রেল চাইলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে ৷" তবে ট্রেন পরিষেবার চালুর বিষয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে কোনও নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details