কলকাতা, 18 সেপ্টেম্বর:গান্ধি মূর্তির পাদদেশ হবু শিক্ষকদের অবস্থান বিক্ষোভ (Kolkata SSC Agitation) 553 দিন অতিক্রান্ত করে গেল ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ দিয়েও বছরের পর বছর চাকরি (SSC Recruitment) পাচ্ছেন না তাঁরা ৷ এবার তাঁদের পাশে দাঁড়াল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন 'আক্রান্ত আমরা' (Akranta Amra) ৷ তাদের মূলত দু'টি দাবি ৷ প্রথমত, স্বচ্ছতার মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিচারব্যবস্থায় শাসক শিবিরের অবাঞ্ছিত হস্তক্ষেপ রোধ ৷
রবিবার আক্রান্ত আমরার তরফে বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন বলেন, "আগাপাশতলা একটা জঘন্য সরকার চলছে ৷ যাদের কি না মানুষই ভোট দিয়ে নিয়ে এসেছে ৷ তারাই এখন ক্ষমতায় বসে মানুষের সঙ্গে প্রবঞ্চনা, প্রতারণা করে চলেছে ৷ এই বিষয়ে বলতে গেলে ভাষা খুঁজে পাওয়া কঠিন ৷ এখানে এতজন যোগ্য চাকরিপ্রার্থী বসে রয়েছেন ৷ অন্যদিকে ভুয়ো নিয়োগপত্র বিলি করা হচ্ছে ৷ বছরের পর বছর বিভিন্ন সরকারি দফরে খালি পদের সংখ্যা বাড়ছে ৷ সেখানে নিয়োগ হচ্ছে না ৷ এদিকে আমরা খেলা, মেলায় ব্যস্ত আছি ৷ কাশ্মীরের বালিশ বিক্রি করছি ! ঘুগনি, মুড়ির দোকান দিচ্ছি ! আমাদের শাসক কি নিরো ? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কি নিরো ? যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছেন ৷ তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর কোনও সহানুভূতি নেই ! আমরা কিন্তু দয়া বা ভিক্ষা চাইছি না ৷ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ চাইছি ৷"