পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ত্রিপুরা নিয়ে কেন চিন্তিত নয় মানবাধিকার কমিশন, প্রশ্ন তৃণমূলের - sukhendu shekhar roy

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় অটোনমাস কাউন্সিলের ভোটে বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় বিরোধীদের উপর অত্যাচার শুরু হয়েছে । অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নীরব । মানবাধিকার কমিশনেরও দেখা নেই ।

sukhendu shekhar roy
sukhendu shekhar roy

By

Published : Jul 1, 2021, 11:11 PM IST

কলকাতা , 1 জুলাই : বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের । বিশেষ করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় প্রতিদিন নিয়ম করে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন । এবার কেন্দ্রের ভূমিকার সমালোচনা করতে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে আনলো তৃণমূল ।

শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় । তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কুম্ভীরাশ্রু বর্ষণ করছে বিজেপি । কখনও জাতীয় মানবাধিকার কমিশন, কখনও এসসি-এসটি কমিশন কে এনে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি ।

তিনি অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় অটোনমাস কাউন্সিলের ভোটে বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় বিরোধীদের উপর অত্যাচার শুরু হয়েছে । অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নীরব । মানবাধিকার কমিশনেরও দেখা নেই । প্রবীণ তৃণমূল নেতা প্রশ্ন তুলেছেন ত্রিপুরার হিংসায়, মানবাধিকার কমিশন কোথায়? আমরা ত্রিপুরার ঘটনার নিন্দা করছি। যে সব রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে সেখানে কেন কোনও পদক্ষেপ করা হয়নি?"

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল

রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরায় বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই রাজনৈতিক হিংসার পরিমাণও বাড়ছে । অনেকের মতে, এই হিংসার পিছনে অন্য মনস্তত্ত্ব রয়েছে । এই মুহূর্তে ত্রিপুরায় প্রবল সরকারবিরোধী হাওয়া । বিরোধীদের অভিযোগ বিজেপি চেষ্টা করছে হিংসার মাধ্যমে সরকারের টিকে থাকতে । এই পরিস্থিতিতে বিজেপির হাতে থাকা ত্রিপুরা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে তৃণমূল । এতে আদতে এক ঢিলে দুই পাখি মারার কাজ হবে একদিকে যেমন ত্রিপুরাতে তৃণমূলের প্রতি মানুষের আস্থা বাড়বে । একইসঙ্গে বিজেপির ওপরও চাপ বাড়বে ।

ABOUT THE AUTHOR

...view details