কলকাতা , 1 জুলাই : বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের । বিশেষ করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় প্রতিদিন নিয়ম করে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন । এবার কেন্দ্রের ভূমিকার সমালোচনা করতে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে আনলো তৃণমূল ।
শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় । তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কুম্ভীরাশ্রু বর্ষণ করছে বিজেপি । কখনও জাতীয় মানবাধিকার কমিশন, কখনও এসসি-এসটি কমিশন কে এনে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি ।
তিনি অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় অটোনমাস কাউন্সিলের ভোটে বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় বিরোধীদের উপর অত্যাচার শুরু হয়েছে । অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নীরব । মানবাধিকার কমিশনেরও দেখা নেই । প্রবীণ তৃণমূল নেতা প্রশ্ন তুলেছেন ত্রিপুরার হিংসায়, মানবাধিকার কমিশন কোথায়? আমরা ত্রিপুরার ঘটনার নিন্দা করছি। যে সব রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে সেখানে কেন কোনও পদক্ষেপ করা হয়নি?"
আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল
রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরায় বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই রাজনৈতিক হিংসার পরিমাণও বাড়ছে । অনেকের মতে, এই হিংসার পিছনে অন্য মনস্তত্ত্ব রয়েছে । এই মুহূর্তে ত্রিপুরায় প্রবল সরকারবিরোধী হাওয়া । বিরোধীদের অভিযোগ বিজেপি চেষ্টা করছে হিংসার মাধ্যমে সরকারের টিকে থাকতে । এই পরিস্থিতিতে বিজেপির হাতে থাকা ত্রিপুরা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে তৃণমূল । এতে আদতে এক ঢিলে দুই পাখি মারার কাজ হবে একদিকে যেমন ত্রিপুরাতে তৃণমূলের প্রতি মানুষের আস্থা বাড়বে । একইসঙ্গে বিজেপির ওপরও চাপ বাড়বে ।