কলকাতা, 7 জুন : শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সোমবার তৃণমূল ভবন থেকে তিনি সরাসরি জানালেন, কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন৷
গত শনিবার তৃণমূল কংগ্রেসে (AITC) সাংগঠনিক রদবদল হয়েছে ৷ সেই রদবদলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পর সোমবার তিনি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই একবার শুরুতেই শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন তিনি ৷
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বহিরাগত ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়েছিলেন ৷ সেই নিয়েই তিনি শুভেন্দু অধিকারীকে সমালোচনা করেন ৷ তিনি শুভেন্দুকে কুৎসা না করার পরামর্শ দেন ৷ তিনি স্পষ্ট করে দেন যে বহিরাগতদের কাছে বাংলা বশ্যতা স্বীকার করবে না ৷
আরও পড়ুন :secondary and hs exam cancelled : বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর
একই সঙ্গে তিনি বিজেপির সমালোচনা করেন ৷ বিধানসভা নির্বাচন আট দফায় করে পশ্চিমবঙ্গের মানুষকে করোনার সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তিনি কাঠগড়ায় তোলেন নির্বাচন কমিশনকে ৷
একই সঙ্গে তিনি এদিন স্পষ্ট করে দিয়ছেন যে তৃণমূলের আগামিদিনের লক্ষ্য দিল্লি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সেটাই স্পষ্ট করে দিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে আগামিদিনে ভারতের অন্য রাজ্যগুলিতে সংগঠন বৃদ্ধি করবে ৷ তিনি জানিয়েছেন, শুধু ভোটের হার বাড়াতে তৃণমূল সংগঠন বাড়াবে না ৷ বরং সেই রাজ্য দখল করার জন্য নামবে ৷
এই নিয়েও তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি ৷ অভিষেকের প্রশ্ন, বাংলার বাইরে বিজেপির যদি সংগঠন না থাকে, তাহলে এত ভয় কেন তৃণমূলকে ?