পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abhishek Banerjee : কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

গত শনিবার তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল হয়েছে ৷ সেই রদবদলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পর সোমবার তিনি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই একবার শুরুতেই শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন তিনি ৷

Abhishek Banerjee :
Abhishek Banerjee :

By

Published : Jun 7, 2021, 4:05 PM IST

Updated : Jun 7, 2021, 4:46 PM IST

কলকাতা, 7 জুন : শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সোমবার তৃণমূল ভবন থেকে তিনি সরাসরি জানালেন, কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন৷

গত শনিবার তৃণমূল কংগ্রেসে (AITC) সাংগঠনিক রদবদল হয়েছে ৷ সেই রদবদলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পর সোমবার তিনি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই একবার শুরুতেই শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন তিনি ৷

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বহিরাগত ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়েছিলেন ৷ সেই নিয়েই তিনি শুভেন্দু অধিকারীকে সমালোচনা করেন ৷ তিনি শুভেন্দুকে কুৎসা না করার পরামর্শ দেন ৷ তিনি স্পষ্ট করে দেন যে বহিরাগতদের কাছে বাংলা বশ্যতা স্বীকার করবে না ৷

আরও পড়ুন :secondary and hs exam cancelled : বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে তিনি বিজেপির সমালোচনা করেন ৷ বিধানসভা নির্বাচন আট দফায় করে পশ্চিমবঙ্গের মানুষকে করোনার সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তিনি কাঠগড়ায় তোলেন নির্বাচন কমিশনকে ৷

একই সঙ্গে তিনি এদিন স্পষ্ট করে দিয়ছেন যে তৃণমূলের আগামিদিনের লক্ষ্য দিল্লি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সেটাই স্পষ্ট করে দিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে আগামিদিনে ভারতের অন্য রাজ্যগুলিতে সংগঠন বৃদ্ধি করবে ৷ তিনি জানিয়েছেন, শুধু ভোটের হার বাড়াতে তৃণমূল সংগঠন বাড়াবে না ৷ বরং সেই রাজ্য দখল করার জন্য নামবে ৷

এই নিয়েও তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি ৷ অভিষেকের প্রশ্ন, বাংলার বাইরে বিজেপির যদি সংগঠন না থাকে, তাহলে এত ভয় কেন তৃণমূলকে ?

আরও পড়ুন :আঙ্কেলজি, আপনার ওএসডি-রা রাজভবনে ঢুকলেন কীভাবে ? ধনকড়কে পাল্টা মহুয়ার

তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের কথা তিনি সারা দেশের মানুষের কাছে নিয়ে যাবেন ৷ এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হবে ৷ মাসখানেকের মধ্যেই সেই পরিকল্পনা তৈরি হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন ৷

তাঁর দাবি, এবার বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা দেশের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন ৷ এক লক্ষেরও বেশি ইমেল এসেছে ৷ প্রত্যেকেই চান যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হোক ৷ তাঁর কথায়, বিজেপিকে হারানো তৃণমূলের লক্ষ্য নয় ৷ তৃণমূলের লক্ষ্য ভারতকে রক্ষা করা ৷

দলত্যাগীদের ফিরিয়ে নেওয়া নিয়েও তিনি এদিন মুখ খুলেছেন ৷ দল আলোচনা করছে বলেও তিনি জানিয়েছেন ৷ তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিজেপির জয়ী অনেক বিধায়কও তৃণমূলে যোগদান করতে চেয়েছেন ৷

আরও পড়ুন :টুইটে মহুয়াকে জবাব রাজ্যপালের, স্বজনপোষণের অভিযোগ খারিজ

পরিবারতন্ত্র ইস্যুতেও তিনি আক্রমণ করেছেন বিজেপিকে ৷ তিনি জানিয়েছেন, বিজেপির পরিবারতন্ত্রের অভিযোগ করে ৷ কিন্তু বিজেপিতেই পরিবারতন্ত্র সবচেয়ে বেশি ৷

একই সঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি হেরে গিয়েছে বলেই মন্ত্রী-আমলাদের হেনস্তা করছে ৷ অন্যদিকে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি ৷

Last Updated : Jun 7, 2021, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details