আব্বাস সিদ্দিকির অল ইন্ডিয়া সেকিউলার ফ্রন্টের সঙ্গে বাম ও কংগ্রেসের জোট যে এ বার তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম অনুঘটক তাতে কোনও সন্দেহ নেই ৷ এআইএসএফ-এর সঙ্গে জোট হওয়ায় মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে ৷ পাশাপাশি ভোট ভাগ যাতে না-হয়ে যায়, সে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন জানিয়েছিলেন, তা তাঁর দলকে সুবিধে পাইয়ে দিয়েছে ৷ ফলে 2019 সাল পর্যন্ত যে সংখ্যালঘু ভোট কংগ্রেস ও বামফ্রন্টের সঙ্গে ছিল, সেটাও এ বার তৃণমূলের পক্ষে চলে গিয়েছে ৷ সেই কারণেই মুর্শিদাবাদ ও মালদার মতো শক্ত ঘাঁটিতেও ভরাডুবি হয়েছে কংগ্রেসের ৷
এ ছাড়াও আব্বাস সিদ্দিকির ভাষণে সাম্প্রদায়িক মন্তব্য বাম ও কংগ্রেসের ধর্মনিরপেক্ষ হিন্দু ভোটারদেরও হতাশ করেছে ৷ ফলে এই বার সেই ভোটারদের একটা বড় অংশ তৃণমূলের পক্ষে গিয়েছে ৷
2019 সালে বাম ও কংগ্রেস ভোটারদের একটা বড় অংশ বিজেপির দিকে সরে গিয়েছিল ৷ তবে 2021 সালে ছবিটা উল্টে গিয়েছে ৷ সেই ভোটগুলিই চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে ৷