পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

AAI Recruitment: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ - western zone

এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করবে ৷ ডিগ্রি এবং ডিপ্লোমাধারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন ৷

AAI Recruitment
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ

By

Published : Nov 12, 2021, 11:47 AM IST

এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করবে ৷ মোট শূন্যপদ 63টি ৷ অথরিটির (ওয়েস্টার্ন জোন) পশ্চিমাঞ্চল কেন্দ্রের জন্য নিয়োগ করবে ৷ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, স্নাতক অথবা বিই-বি টেক পাশ হতে হবে ৷

স্নাতক শিক্ষানবিশদের জন্য শূন্যপদ 25টি, বৃত্তি 15,000 টাকা ৷ ডিপ্লোমা শিক্ষানবিশদের জন্য শূন্যপদ 38টি , বৃত্তি 12,000 টাকা ৷ ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন ৷ সবক্ষেত্রেই বয়স হতে হবে 18-26 বছরের মধ্যে ৷ ডিগ্রি বা ডিপ্লোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে ৷ তবে আবেদনকারীদের কোনও ফি জমা দিতে হবে না ৷

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে নিয়োগ

অনলাইনে আবেদন করতে হবে www.aai.aero এই ওয়েবসাইটের 'careers'-এর মাধ্যমে ৷ আবেদনের শেষদিন 30 নভেম্বর ৷ প্রার্থীদের ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে ৷ আবেদনের সময় প্রার্থীর কালার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details