কলকাতা, 20 জুলাই: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার জন্য 'ফি' (Entrance Exam Fee) নেওয়ার প্রতিবাদে উপাচার্য সুরঞ্জন দাস-সহ কলা ও বিজ্ঞান বিভাগের ডিনদের ঘেরাও করা হল ৷ বাম ছাত্র সংগঠন AIDSO (All India Democratic Students Organisation)-এর তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ তাদের সাফ কথা, এই ঘোষিত 'ফি' প্রত্যাহার করতে অথবা কমাতে হবে ৷ তা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷ অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবারই এই বিষয়ে একটি বৈঠক করবে কর্তৃপক্ষ ৷ সেখানেই প্রবেশিকা পরীক্ষার 'ফি' নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থির করেছে, এবছর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে একমাত্র তবেই বিজ্ঞান (জিওলজি বাদে) ও কলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা ৷ উল্লেখ্য, কলা বিভাগে বরাবরই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় ৷ তবে, এত দিন তার জন্য আলাদা করে কোনও 'ফি' দিতে হত না ৷ কিন্তু, চলতি শিক্ষাবর্ষে দুই বিভাগেই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হচ্ছে ৷ এবং এর জন্য আলাদা করে 'ফি'-ও দিতে হচ্ছে ৷ আর এই টাকা নেওয়াতেই আপত্তি তুলেছে AIDSO ৷ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সাধারণ পড়ুয়াদের মাথাপিছু 400 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের 200 টাকা করে 'ফি' দিতে হচ্ছে ৷ কলা বিভাগের ক্ষেত্রে এই পরিমাণটিই যথাক্রমে 200 টাকা ও 100 টাকা ৷