কলকাতা, 24 সেপ্টেম্বর: মহালয়ার (Mahalaya) আগেই মেগা মহালয়ার আয়োজন ৷ শনিবার উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব (Ahiritola Sarbojanin Durgotsab) কমিটির পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয় ৷ এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তাদের পুজোমণ্ডপে 30 ফুটের পেল্লাই গ্রামোফোন রেকর্ডে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুরু হয় ! পুজো উদ্যোক্তাদের বক্তব্য, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে গ্রামোফোন বা রেডিয়ো সম্পর্কে সচেনতনতা তৈরি করতেই এই বন্দোবস্ত ৷ কারণ, এই প্রজন্মের অধিকাংশের কাছেই গ্রামোফোন অজানা ৷ রেডিয়োর ব্যবহারও আগের তুলনায় বদলেছে ৷ অথচ, বাঙালির দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রেডিয়ো ৷
আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজোর (Durga Puja 2022) থিম আকাশবাণী ৷ এই আকাশবাণী বলতে কোনও দৈববাণীকে বোঝানো হয়নি ৷ বরং সেখানে রেডিয়োর কথাই তুলে ধরা হয়েছে ৷ পুজো উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমানে ডিজিটাল দুনিয়ার চাপে কার্যত নাভিঃশ্বাস ওঠার জোগাড় হয়েছে সাবেক রেডিয়োর ৷ হারিয়ে গিয়েছে টেপরেকর্ডার, ক্য়াসেট, এমনকী, হালের সিডি-ও ৷ সেই ঐতিহ্য ফেরাতে এবারের মণ্ডপ সাজাতে এইসব হারিয়ে যাওয়া আবেগকেই বেছে নিয়েছেন শিল্পী ৷
আরও পড়ুন:বাঙালির 'দুর্গাযাপন'-এর গল্প শোনাবে বেহালা ফ্রেন্ডস