পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: মহালয়ার আগেই মেগা মহালয়া ! সৌজন্যে আহিরীটোলা সর্বজনীন

মহালয়ার (Mahalaya) আগেই শনিবার মেগা মহালয়ার আয়োজন করেছিল উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব (Ahiritola Sarbojanin Durgotsab) কমিটি ৷ তাদের এবারের পুজোর (Durga Puja 2022) থিম আকাশবাণী ৷

Ahiritola Sarbojanin Durgotsab committee arranges Mega Mahalaya before Durga Puja 2022
Durga Puja 2022: মহালয়ার আগেই মেগা মহালয়া ! সৌজন্যে আহিরিটোলা সর্বজনীন

By

Published : Sep 24, 2022, 7:28 PM IST

Updated : Sep 24, 2022, 7:51 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: মহালয়ার (Mahalaya) আগেই মেগা মহালয়ার আয়োজন ৷ শনিবার উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব (Ahiritola Sarbojanin Durgotsab) কমিটির পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয় ৷ এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তাদের পুজোমণ্ডপে 30 ফুটের পেল্লাই গ্রামোফোন রেকর্ডে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুরু হয় ! পুজো উদ্যোক্তাদের বক্তব্য, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে গ্রামোফোন বা রেডিয়ো সম্পর্কে সচেনতনতা তৈরি করতেই এই বন্দোবস্ত ৷ কারণ, এই প্রজন্মের অধিকাংশের কাছেই গ্রামোফোন অজানা ৷ রেডিয়োর ব্যবহারও আগের তুলনায় বদলেছে ৷ অথচ, বাঙালির দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রেডিয়ো ৷

আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজোর (Durga Puja 2022) থিম আকাশবাণী ৷ এই আকাশবাণী বলতে কোনও দৈববাণীকে বোঝানো হয়নি ৷ বরং সেখানে রেডিয়োর কথাই তুলে ধরা হয়েছে ৷ পুজো উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমানে ডিজিটাল দুনিয়ার চাপে কার্যত নাভিঃশ্বাস ওঠার জোগাড় হয়েছে সাবেক রেডিয়োর ৷ হারিয়ে গিয়েছে টেপরেকর্ডার, ক্য়াসেট, এমনকী, হালের সিডি-ও ৷ সেই ঐতিহ্য ফেরাতে এবারের মণ্ডপ সাজাতে এইসব হারিয়ে যাওয়া আবেগকেই বেছে নিয়েছেন শিল্পী ৷

আরও পড়ুন:বাঙালির 'দুর্গাযাপন'-এর গল্প শোনাবে বেহালা ফ্রেন্ডস

মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি জানা ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "মহালয়া নিয়ে আমাদের সকলের মধ্যেই আলাদা আবেগ রয়েছে ৷ সেই আবেগকে উসকে দিতেই এবারের এই উদ্যোগ ৷ ক্যাসেট, সিডি, ডিভিডি মিলিয়ে প্রায় 15-16 হাজার পুরনো কালেকশন এই মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে ৷"

অন্যদিকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির কোষাধ্যক্ষ দেবাশিস সিনহা বলেন, গ্রামোফোন যে কী জিনিস, এখনকার ছেলেমেয়েরা সেটা জানেই না ! সেটা যে পিন দিয়ে চালাতে হত, তাও তাদের অজানা ৷ রেডিয়োয় এখন এফএম বাজে ৷ তাই তারা রেডিয়ো শোনে ৷ কিন্তু তাতে পুরনো আবেগ, ঐতিহ্য কোনওটাই নেই ৷ তাই এই প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন ৷

মহালয়ার আগেই মেগা মহালয়া ! সৌজন্যে আহিরীটোলা সর্বজনীন

ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে মণ্ডপের অপরূপ রূপ ৷ সেখানে বসানো হয়েছে হাজারখানেক রেডিয়ো ৷ রয়েছে এক প্রকাণ্ড গ্রামোফোন ! রয়েছে আশা ভোঁসলে, মহম্মদ রফি, আর ডি বর্মন, কুমার শানুর মতো কিংবদন্তি শিল্পীদের দেওয়ালজোড়া পোট্রেট ৷ সর্বত্রই যেন নস্টালজিয়ার রেশ ৷ উদ্যোক্তারা জানালেন, পুজোর দিনগুলোয় রাত নামলেই মায়াবী আলোয় ভরে উঠবে মণ্ডপ চত্বর ৷

Last Updated : Sep 24, 2022, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details