পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বামফ্রন্টে থাকার সম্মতি, কিন্তু সংযুক্ত মোর্চাতে অসম্মতি ফরওয়ার্ড ব্লকের - CPIM

জোটের দুই শরিককে না পসন্দ, জানিয়ে দিল ফরওয়ার্ড ব্লক । বামফ্রন্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আলিমুদ্দিন স্ট্রিটের বিরুদ্ধে তোপ দেগেছিল ফরওয়ার্ড ব্লক । কিন্তু শনিবার বৃষ্টিস্নাত বিকেলে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানালেন, বামফ্রন্ট ভেঙে বেরিয়ে আসা নয়, তাঁরা কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সম্পর্ক ছেদের পক্ষে । মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে যোগ দেবেন বলে জানান ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ।

বামফ্রন্টে থাকার সম্মতি কিন্তু সংযুক্ত মোর্চাতে অসম্মতি ফরোয়ার্ড ব্লকের সদর দপ্তরে
বামফ্রন্টে থাকার সম্মতি কিন্তু সংযুক্ত মোর্চাতে অসম্মতি ফরোয়ার্ড ব্লকের সদর দপ্তরে

By

Published : Jun 12, 2021, 9:54 PM IST

Updated : Jun 12, 2021, 10:41 PM IST

কলকাতা, ১২ জুন : যতটা গর্জন ততটা বর্ষণ দেখা গেল না সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরে । বামফ্রন্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আলিমুদ্দিন স্ট্রিটের বিরুদ্ধে তোপ দেগেছিল ফরওয়ার্ড ব্লক । কিন্তু শনিবার বৃষ্টিস্নাত বিকেলে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানালেন, বামফ্রন্ট ভেঙে বেরিয়ে আসা নয়, তাঁরা কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সম্পর্ক ছেদের পক্ষে । কারণ বামফ্রন্ট একা চলার পক্ষে যথেষ্ট । মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক । সেখানে এই বিষয়ে আলোচনা করার পাল্টা চাল সিপিএমের ।

বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরে বিভিন্ন বিষয়ে দূরত্ব বাড়ছিল বামফ্রন্টের দুই শরিক সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে । কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার সঙ্গে জোট বা আসনরফার সময় শরিকদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছিল ফরওয়ার্ড ব্লক । যোগ্য সম্মান না পাওয়ার কথা ছিল তাদের মুখে । তাদের অন্ধকারে রেখে আসনরফায় বঞ্চিত শরিকরা, এই অভিযোগও ছিল । এই সবকিছুর অভিমুখ ছিল সিপিএম । নির্বাচনে ভরাডুবির পর বামফ্রন্টের প্রয়োজনীয়তা নিয়ে সরব হয় ফরওয়ার্ড ব্লক । নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন ফরওয়ার্ড ব্লকের এহেন আচরণে সিপিএম সন্তুষ্ট হয়নি । মাঝে দু‘বার বৈঠক ডেকেও তা বাতিল করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তবে শরিকের দাবি মেনে লিখিত দেন যে ফরওয়ার্ড ব্লকের দাবি মানা হবে।

আরও পড়ুন...ক্যামাক স্ট্রিটের অফিসে মুকুল-অভিষেক বৈঠক

আগামী দিনে বামফ্রন্টের লক্ষ্য নিয়ে উল্লেখ থাকলেও সেখানে জোট বা আসনরফা নিয়ে কোনও শব্দ খরচ নেই । তবে দ্বন্দ্ব মেটাতে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব আলিমুদ্দিনের । তা মেনে শনিবার সিপিএমের সদর দপ্তরে গিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । বামফ্রন্ট একাই চলবে বলে দাবি করেন তিনি । বিমান বসুর আশ্বাসে বামফ্রন্টে থাকছেন বলে জানিয়েছেন নরেন চট্টোপাধ্যায় । তবে আসন্ন উপনির্বাচনে জোট ভাঙবে কি না তার সদুত্তর ফরওয়ার্ড ব্লক সম্পাদক দিতে পারেননি । উপনির্বাচন ঘোষণা হওয়ার পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি ।

Last Updated : Jun 12, 2021, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details