কলকাতা, 1 ফেব্রুয়ারি: জামিয়া মিলিয়ার পর আজ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে চলল গুলি। আজ শাহিনবাগে এক যুবক 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালায়। একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গুলি চলার প্রতিবাদে আজই পথে নামলেন SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। আজ তাঁরা যাদবপুর এইটবিতে লেনিন মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।
শাহিনবাগে চলল গুলি, প্রতিবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI শাখার - যাদবপুর বিশ্ববিদ্যালয়
একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গুলি চলার প্রতিবাদে আজই পথে নামলেন SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। আজ তাঁরা যাদবপুর এইটবিতে লেনিন মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।
শাহিনবাগে গুলি চলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি নিয়ে SFI-এর যাদবপুর শাখার সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "গত পরশু দিন আমরা দেখেছি জলঙ্গিতে কী হয়েছে । CAA, NRC বিরোধী মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। জামিয়াতে কী হয়েছে দেখেছি । আজ দেখলাম শাহিনবাগে কী হচ্ছে। বিজেপি নেতার প্ররোচনায় লোকজন গুলি চালাচ্ছে, ওপেন ফায়ার করছে মানুষের উপরে । এই গুণ্ডা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আজ এই অবস্থান-বিক্ষোভ করি । যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না ।"আজ সন্ধ্যে সাতটা নাগাদ যাদবপুর 8B-তে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। সেই ডাকে সাড়া দিয়ে লেনিন মূর্তির সামনে জমায়েত করেন SFI-এর সদস্যরা। শুধু তাঁরা নয়। বহু পথচলতি মানুষও তাঁদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বলে জানাচ্ছেন দেবরাজ দেবনাথ। তারপরে 8B থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত মিছিল করেন তাঁরা।