কলকাতা, 17 ডিসেম্বর : নামমাত্র সাম্মানিকে বছরের পর বছর ধরে কাজ করে আসছেন স্কুলগুলির পার্টটাইম শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা । নেই কাজের কোনও স্থায়িত্ব । যে কোনও সময় কাজ হারানোর ভয় রয়েছে । সরকারের কাছে আগেও একাধিকবার আবেদন করা হয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত হাল ফেরেনি । মুখ তুলে তাকায়নি কেউ । এই পরিস্থিতিতে আজ ফের একবার পথে নামলেন তাঁরা ।
60 বছরের স্থায়ীত্ব, সুনির্দিষ্ট মাসিক বেতন কাঠামো, স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ-সহ কয়েক দফা দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল স্কুল পার্টটাইম শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ । সেই ডাকে সাড়া দিয়ে প্রায় 2 হাজার স্কুলের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী যোগ দিলেন বিক্ষোভ কর্মসূচিতে । এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে এসে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা । দুপুর থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ চলছে এখনও । সরকারের থেকে দাবিদাওয়া নিয়ে জবাব না মেলা পর্যন্ত এই অবস্থান চলবে বলেই জানাচ্ছেন আন্দোলনকারীরা ।
আজকের বিক্ষোভ কর্মসূচি নিয়ে স্কুল পার্টটাইম শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ঐক্যমঞ্চের সহ-সম্পাদক কার্তিক মারিক বলেন, "আমরা বহু বছর ধরে স্কুলে পার্টটাইম শিক্ষকতা করে আসছি । স্কুলের একজন স্থায়ী শিক্ষককে যা যা কাজকর্ম করতে হয়, আমাদেরও তাই করতে হয় । কিন্তু, আমাদের কোনও নির্দিষ্টতা নেই । যখন খুশি স্কুলের ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষক-শিক্ষিকা আমাদের বরখাস্ত করে দেন । আমাদের কোনও বেতন কাঠামো থাকে না । কেউ 500 টাকা, কেউ 2 হাজার টাকা সাম্মানিকে কাজ করি । আমাদের সমস্ত কাজ করতে হলেও যথাযোগ্য মর্যাদা পাই না । তাই কলেজের পার্টটাইম শিক্ষকদের মুখ্যমন্ত্রী যেভাবে স্বীকৃতি দিয়েছেন, আমরা চাই আমাদেরও তিনি সেভাবে স্বীকৃতি দিন । আমরা তাঁদের সঙ্গে ছিলাম, আছি ও থাকব । কিন্তু, আমাদের অস্থায়িত্ব দাগটা যেন ঘোচানো হয় ।"