পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফি মকুবের দাবিতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন বেসরকারি স্কুলের অভিভাবকদের - বেসরকারি স্কুলের ফি মকুব

আজ সকাল সাড়ে ন'টায় হাজরা মোড়ে জমায়েত করেন বিভিন্ন বেসরকারি স্কুলের অভিভাবকরা । সেখানে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তাঁরা ।

Private Schools of Kolkata
কলকাতায় বেসরকারি স্কুল

By

Published : Aug 14, 2020, 9:29 PM IST

কলকাতা, 14 অগাস্ট : দীর্ঘদিন ধরেই শুধুমাত্র টিউশন ফি দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছে বেসরকারি স্কুলের অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ানস অ্যাসোসিয়েশন । প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছেন তাঁরা । আজ আবারও নিজেদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন সংগঠনের সদস্যরা । তাঁরা জানিয়েছেন, 20 জুলাই স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, কোরোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলি যে পরিষেবা দিচ্ছে না তার জন্য ফি নিতে পারবে না । তাঁদের দাবি, সেই সার্কুলার বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ করুক রাজ্য সরকার।

আজ সকাল সাড়ে ন'টায় হাজরা মোড়ে জমায়েত করেন বিভিন্ন বেসরকারি স্কুলের অভিভাবকরা । সেখানে বিক্ষোভ দেখান তাঁরা । মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় ডেপুটেশন । ইউনাইটেড গার্ডিয়ানস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "কোরোনা, লকডাউন সবকিছু মিলিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত । অনেক অভিভাবক কর্মচ্যুত হয়েছেন । অনেকের মাসিক বেতন কমে গেছে । অনেকে কাজ হারানোর আতঙ্কে ভুগছেন । ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র শিল্প ক্ষতিগ্রস্ত । আগামীদিনে এই পরিস্থিতি আরও খারাপ হবে । স্কুল কবে খুলবে, স্বাভাবিক হবে, কেউ জানে না । এই পরিস্থিতিতে যে সমস্ত পরিষেবা স্কুল থেকে পাচ্ছি না সেই খাতে যেন কোনও ফি না নেওয়া হয় ।"

বিক্ষোভ কর্মসূচি বেসরকারি স্কুলের অভিভাবকদের
বেসরকারি স্কুলগুলি শুধুমাত্র টিউশন ফি নিক ৷ এই দাবি নিয়ে আজ রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ইউনাইটেড গার্ডিয়ানস অ্যাসোসিয়েশনের তরফে । সেই ডাকে সাড়া দিয়ে আজ সোনারপুর BDO অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন অভিভাবকরা । মিছিল হয় মধ্যমগ্রামের দোলতলায় । হিন্দমোটর বিপিন ভিলা মোড় থেকে স্কুল ইন্সপেক্টরের অফিস পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেন অভিভাবকরা । মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসানসোল ও দুর্গাপুরেও অভিভাবকরা মিছিল করেন ।

ABOUT THE AUTHOR

...view details