কলকাতা, 22 অগস্ট:পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব সব ক্ষেত্রেই ধাপে ধাপে আসছে বদল । আর এই পথে ছাত্র সংগঠনের জন্যও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আর এখানেই ছাত্র সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে দল (Age limit may be fixed for student leaders)।
তথ্য বলছে, 40 পার করেও ছাত্রদলের নেতা হয়ে থেকে গিয়েছেন অনেকেই । কলেজের গেটে দাঁড়িয়ে আজও তাঁরা ছাত্র রাজনীতি করছেন । পরিবর্তিত তৃণমূলে এ বার এমন নেতাদের ছাত্রসংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে । যতদূর জানা যাচ্ছে, 25 পার করে গেলেই আর কাউকে ছাত্রসংগঠনে রাখা হবে না । প্রথমে যুব এবং তারপরে ধাপে ধাপে তাঁরা জায়গা পাবেন তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনে ।
এ ক্ষেত্রে তৃণমূল শীর্ষ নেতৃত্বের যুক্তি 15-তে মাধ্যমিক, 17-তে উচ্চ মাধ্যমিক আর কুড়ি বছরেই সাধারণত স্নাতক সম্পূর্ণ করেন যে কোনও ছাত্র-ছাত্রী । সে ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে সর্বাধিক হলে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে । আর সে কারণেই পঁচিশেই ছাত্রনেতা হওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করতে চাইছে ঘাসফুল শিবির । ফলে বছরের পর বছর কলেজে ছাত্রনেতা হয়ে বসে থাকার দিন শেষ হতে চলেছে এ বার ।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস দুয়ারে কড়া নাড়ছে ৷ আগামী 28 অগস্ট দলের প্রতিষ্ঠা দিবসের (TMCP) অনুষ্ঠান রয়েছে । তবে ওই দিনটি রবিবার পড়ায় 29 অগস্ট মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করবে দল । মনে করা হচ্ছে, ওই সভা থেকেই এই গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন:পঞ্চায়েতের আগে তলানিতে ঠেকা ভাবমূর্তি ফেরাতে এক মেরুতে কালীঘাট, ক্যামাক স্ট্রিট
একদা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্বের দায়িত্ব সামলানো তাপস রায় এ প্রসঙ্গে বলেছেন, কলেজ গেটে দাঁড়িয়ে যাঁরা রাজনীতি করবেন তাঁরা তরুণ । তাজা ছেলেমেয়েদেরই বারবার সামনে এগিয়ে আসতে বলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই একটা আলোচনা হয়েছে, যাতে কলেজের ছোট ছোট ছেলেমেয়েদের নেতৃত্বে যিনি বা যাঁরা থাকবেন তাঁদের বয়সও নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে ।
এ দিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে ব্যস্ত ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান যাতে সফল করা যায় তা নিয়ে । তিনি প্রস্তুতি সম্পর্কে বলেছেন, "এই মুহূর্তে প্রস্তুতি জোরকদমে চলছে । জেলা থেকে শুরু করে রাজ্য স্তরের ছাত্র-ছাত্রীরা ওইদিন গান্ধি মূর্তির পাদদেশে এসে উপস্থিত হবেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাধারণ মানুষের জন্য আন্দোলনে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন ৷ সেই মতো ওইদিনের সমাবেশ ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে । আগামী দিনে দলের ছাত্র সংগঠনের ভূমিকা কী হতে চলেছে, কীভাবে তারা কাজ করবে, সে বিষয়ে বার্তা দেবেন দলনেত্রী । করোনার জন্য পরপর দু'বছর এই সমাবেশ করা যায়নি । আমরা আশা করছি এ বার মেয়ো রোডে রেকর্ড জমায়েত হবে ।"