কলকাতা, 21 জানুয়ারি : রাজ্য বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাস করানো হবে, জানালেন মুখ্যমন্ত্রী । গতকাল উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী তিন চার দিনের মধ্যে রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করানো হবে ৷
সর্বপ্রথম 31 ডিসেম্বর কেরালা বিধানসভায় CAA বিরোধীতায় প্রস্তাব পাস হয়েছে । সম্প্রতি পঞ্জাব বিধানসভাতেও পাস হয় CAA বিরোধী প্রস্তাব ৷ কেরালায় নাগরিকত্ব সংশোধনী প্রস্তাব পাস হওয়ার পর থেকেই রাজ্য সরকারের ওপরে চাপ তৈরি হয় । বাম-কংগ্রেস বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করাতে একযোগে সরব হয় ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সে সময় শুধুমাত্র ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে 11 টি অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন । সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রীর নামও ছিল ৷ চিঠিতে রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করানোর আবেদন রাখেন তিনি ৷