পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন চার দিনের মধ্যে রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করানো হবে ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 21, 2020, 1:24 AM IST

Updated : Jan 21, 2020, 1:39 AM IST

কলকাতা, 21 জানুয়ারি : রাজ্য বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাস করানো হবে, জানালেন মুখ্যমন্ত্রী । গতকাল উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী তিন চার দিনের মধ্যে রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করানো হবে ৷

সর্বপ্রথম 31 ডিসেম্বর কেরালা বিধানসভায় CAA বিরোধীতায় প্রস্তাব পাস হয়েছে । সম্প্রতি পঞ্জাব বিধানসভাতেও পাস হয় CAA বিরোধী প্রস্তাব ৷ কেরালায় নাগরিকত্ব সংশোধনী প্রস্তাব পাস হওয়ার পর থেকেই রাজ্য সরকারের ওপরে চাপ তৈরি হয় । বাম-কংগ্রেস বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করাতে একযোগে সরব হয় ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সে সময় শুধুমাত্র ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে 11 টি অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন । সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রীর নামও ছিল ৷ চিঠিতে রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাস করানোর আবেদন রাখেন তিনি ৷

কিন্তু রাজ্য সরকার তার অবস্থানে অনড় ছিল । কয়েকদিন দিন আগে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছিলেন, " NRC হলো গোটা অধ্যায় । NRC বিরোধী প্রস্তাব সর্বপ্রথম রাজ্য বিধানসভায় পাস করিয়েছিলাম আমরা‌ই । CAA একটা পার্ট । আর এই প্রস্তাব পাস করানোর প্রয়োজন নেই । "

শেষমেশ অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো রাজ্যের শাসকদল ৷ গতকাল মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিন থেকে চার দিনের মধ্যেই বিধানসভায় পাস করানো হবে CAA বিরোধী প্রস্তাব । বলেন, "আমরা ইতিমধ্যেই তিন চার মাস আগে NRC বিরোধী প্রস্তাব পাশ করেছি ৷ CAA বিরোধী আরও একটি প্রস্তাব আগামী তিন চার দিনের মধ্যে আমরা পাস করাব ৷ "

Last Updated : Jan 21, 2020, 1:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details