কলকাতা, 13 মে : প্রায় 2 বছর 9 মাস পেরিয়ে গিয়েছে ৷ ফের একবার বাড়ি ধসের আতঙ্ক ফিরে এল বৌবাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের মধ্যে ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজের জন্য আবারও পর পর পাঁচ-ছ’টি বাড়িতে দেখা দিয়েছে ফাটল (Again Cracks Appeared in several Houses in Boubazar Due to Metro work) ৷ এমনকি ফাটল ধরেছে রাস্তায় ৷ প্রশাসন থেকে স্থানীয় মানুষ সবাই এই পরিস্থিতির জন্য দায়ী করেছে মেট্রো রেলের সম্প্রসারণের কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডকে (KMRCL)।
এই পরিস্থিতিতে কেউ কেউ অভিযোগ করেছেন গত আড়াই বছরে একবারও কেএমআরসিএল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কোন যোগাযোগ করেনি ৷ এমনকি গতকাল রাতে যখন ঘটনাটি ঘটে তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না কোনও উচ্চপদস্থ আধিকারিক বা ইঞ্জিনিয়র ৷ তবে কেন আবারও একই বিপত্তি ? যা নিয়ে কেএমআরসিএল এর তরফে সাফাই দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Cracks Again in Bowbazar : ‘ঘটনাস্থলে ছিলেন না মেট্রোর কোনও আধিকারিক’, ক্ষোভ উগরে দিলেন পৌরপিতা বিশ্বরূপ দে
বর্তমানে এই অংশের কাজ চলছে প্রজেক্ট ডিরেক্টর এন সি কারমারিল তত্ত্বাবধানে ৷ তিনি বলেন, মাটির নিচের জলস্তরের উপরের ফাটল এর জন্য দায়ী ৷ কারণ, 2019 সালে যখন ওই অঞ্চলের মাটি ও মাটির উপরে থাকা বাড়ি ধসে পড়ে তখনই ভূস্তর পরীক্ষা করা হয়েছিল ৷ সেই সময় দেখা যায় এই অঞ্চলে কিছুদূর অন্তরে রয়েছে জলস্তর বা অ্যাকুইফার ৷ এই 9 মিটার লম্বা সুড়ঙ্গ পথে 11টি এমন জায়গা রয়েছে, যেখান দিয়ে হঠাৎ করেই ঢুকে পড়তে পারে জল ৷ এর মধ্যে 10টি জায়গাকে কংক্রিট দিয়ে গ্রাউটিং করে বন্ধ করে দেওয়া হয়েছে ৷