কলকাতা, 11 মার্চ :সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্য়ে চারটিতেই ফুটেছে পদ্ম ৷ এর মধ্যে রেকর্ড গড়ে উত্তরপ্রদেশে আবার রেকর্ড গড়ে মসনদ ধরে রেখেছেন যোগী আদিত্যনাথ ৷ চার রাজ্যে বিধানসভা নির্বাচনে পদ্মশিবিরের এই জয়জয়কার কি অক্সিজেন জোগাল এ রাজ্যে শুভেন্দু, অর্জুনদের ৷ বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না-হওয়া, পৌর নির্বাচনে চূড়ান্ত ভরাডুবির পর উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির জয় হালে পানি এনে দিয়েছে এ রাজ্যের পদ্মশিবিরকে (After winning in four assembly election WB BJP get moral booster) ৷ তাই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পরদিনই একগুচ্ছ সরকারবিরোধী কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের বিজেপি বিধায়করা ৷
স্কুল সার্ভিস কমিশন-সহ একাধিক দফতরে নিয়োগ দুর্নীতি, দেউচা পাঁচামিতে বলপূর্বক জমি অধিগ্রহণের প্রতিবাদ তো রয়েইছে ৷ পাশাপাশি বাংলার বেকার-যুবকদের কর্মসংস্থান-সহ 7 দফা দাবিতে 15 এপ্রিলের পর নবান্ন অভিযানের ডাক দিল রাজ্য বিজেপি। শুক্রবার নিজাম প্যালেসের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে নবান্ন অভিযানের পরিকল্পনার প্রস্তাব দেন বিজেপি বিধায়করা। বিজেপি সূত্রে খবর, চলতি মাসে সমস্ত বিধায়কদের একটি টিম বীরভূমের দেউচা পাঁচামিও যাবে। ওখানে জোর করে জমি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে চাকরির টোপ দিচ্ছে। আমরা এলাকার সাধারণ মানুষদের নিয়ে ওখানে আন্দোলন গড়ে তুলব।