কলকাতা, 30 সেপ্টেম্বর: অতিমারির জেরে গত দু’বছর বন্ধ থাকার আবার হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান (Jadavpur University Convocation) ৷ আগামী ডিসেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে ৷ তবে, এ বছর বার্ষিক সমাবর্তন হলেও, হবে না বিশেষ বা সাম্মানিক সমাবর্তন ৷ এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
2019 সালে শেষবারের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছিল ৷ তারপর করোনাকালে দু’বছরে ছেদ পড়েছে ৷ তবে, 2019 সালের বার্ষিক সমাবর্তনে সাম্মানিক ডি লিট দেওয়া নিয়ে বিস্তর বিতর্ক হওয়ায় করা যায়নি বিশেষ সমাবর্তন ৷ স্পেশাল বা বিশেষ সমাবর্তনে বিশিষ্টদের সাম্মানিক ডি লিট ও ডি এসসি ডিগ্রি দেওয়া হয় থাকে ৷ নিয়ম মাফিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি নাম চূড়ান্ত করার পর তা সইয়ের জন্য আচার্যের কাছে পাঠানো হয় ৷
সেই বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন রাজ্যের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় (বর্তমান উপ-রাষ্ট্রপতি) (Jagdeep Dhankhar) ৷ যে চারজন বিশিষ্ট ব্যক্তির নাম সাম্মানিক ডিগ্রির জন্য চূড়ান্ত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাঁদের মধ্যে একজনের নাম নিয়ে আপত্তি তোলেন তৎকালীন আচার্য ৷ এই নিয়ে বিতর্কও কম হয়নি ৷ এমনকি পড়ুয়াদের একাংশের বিক্ষোভ, সমাবর্তনে ভাষণ না দিয়েই তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল ৷ তাই সেই বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছা থাকলেও করা যায়নি সাম্মানিক সমাবর্তন ৷