কলকাতা, 20 সেপ্টেম্বর: প্রায় আড়াই বছর পর আবারও চেনা ছবি কলকাতা মেট্রোয় ৷ উত্তর-দক্ষিণ করিডর (North South Corridor of Kolkata Metro) অর্থাৎ, দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ রুটে উপচে পড়া ভিড় দেখা গেল ৷ সোমবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) উত্তর-দক্ষিণ করিডরে সারাদিনে যাত্রী সংখ্যা 6 লক্ষ পেরিয়েছে (Number Passengers Reach More Than Six Lakhs) ৷ তাও আড়াই বছর পরে ৷ করোনার সময় দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মেট্রো পরিষেবা ৷ তার পর একাধিক বিধিনিষেধ লাগু করে পরিষেবা শুরু হয় ৷ মাঝে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ এসেছে ৷ কিন্তু, কলকাতা মেট্রোকে সেই চেনা ছন্দে দেখা যায়নি ৷
পুজোর আর হাতে গোনা ক'টা দিন ৷ তার আগে শহর কলকাতার প্রাণ মেট্রোয় দেখা গেল চেনা ছবি ৷ আবারও ফিরে এসেছে কলকাতা মেট্রোর চেনা ছবি ৷ করোনা পরবর্তী সময়ে আবার 6 লক্ষ পেরল কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ৷ এই পরিসংখ্যান 19 সেপ্টেম্বর অর্থাৎ, সোমবারের ৷ কলকাতা মেট্রোর তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ৷ 19 সেপ্টেম্বর কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল 6 লক্ষ 20 হাজার 832 জন ৷