কলকাতা, 21 অক্টোবর : তিন বছর পর প্রকাশ্যে এসে NDA ছাড়ার কথা ঘোষণা করলেন বিমল গুরুং । সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে লড়ার কথা ঘোষণাও করেন । নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন ।
মমতাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী দেখতে চান, NDA ছেড়ে বললেন গুরুং - bimal gurung came in forefront
2017 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রকাশ্যে বিমল গুরুং । আর প্রকাশ্যে এসেই NDA ছাড়ার কথা ঘোষণা করেন তিনি ।
তিনি বলেন , "আমরা কলকাতায় এসেছি । গত 12 বছর আমরা যাদের সমর্থন করেছিলাম তিনবার তাদের সাংসদ জিতেছে । পাহাড়-তরাই-ডুয়ার্সে BJP-র বিভিন্ন জনপ্রতিনিধি জিতেছে । কিন্তু আমাদের যে দাবি ছিল গোর্খাল্যান্ড তা আমাদের রাজনৈতিক দাবি । আমরা এর থেকে সরছি না । এই দাবি নিয়েই আমরা এগোব । এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের ইশু । এই ইশুকে 2024 সালের নির্বাচনে যে সমর্থন করবে তাদেরকেই আমরা জিতিয়ে পাঠাব । "
বিমল গুরুং আরও বলেন, "12 বছর কথা রাখেনি নরেন্দ্র মোদি, অমিত শা , BJP । গত 12 বছরে BJP গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ইস্তেহারে উল্লেখ করেছিল । কিন্তু গত 6 বছরে আমাদের দাবি পূরণ হয়নি । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 11টি জনগোষ্ঠীর দাবিকে সামনে এনেছেন । এতদিন BJP হচ্ছে হবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়ে চলেছে । কিন্তু দাবি পূরণ হয়নি । কেন্দ্রে যারা যারা সরকার করেছে তারা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেনি । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যা যাদের যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করেছে । এই জন্য আমি বলছি আজ থেকে আমরা NDA ছাড়তে চাই । BJP-র সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাই । 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেধে লড়ে এর জবাব দিতে চাই । এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী দেখতে চাই । "