পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Transport Minister: বাস ডিপোয় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, সমাধানে লক্ষ্মীবারে বৈঠক পরিবহণ মন্ত্রীর - transport minister arranged a meeting

একাধিক বাস ডিপোয় কর্মীদের বিক্ষোভ ৷ অবশেষে আগামিকাল কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Transport Minister Meeting) ৷

Transport Minister
বাস ডিপোয় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

By

Published : Sep 21, 2022, 11:07 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: একাধিক ডিপোয় অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে আগামিকাল কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister arranged a Meeting)৷ শাসক দলের শ্রমিক সংগঠনের আন্দোলনের বিপাকে পড়ল পরিবহণ দফতর। মূলত অস্থায়ী কর্মীদের নিয়ে একের পর এক বাস ডিপো বন্ধ করে আন্দোলনে নেমেছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আর তার জেরেই সমস্যায় পড়ে পরিবহণ দফতর ।

প্রসঙ্গত, বুধবার সকাল থেকে একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান বাস ডিপোর কর্মীরা ৷ সেই আঁচ নিমেষে ছড়িয়ে পড়ে দুর্গাপুর, ঝাড়গ্রাম, সিউড়ি, মেদিনীপুর, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের এসবিএসটিসি ডিপোগুলিতে। বিক্ষোভ বাড়তে থাকায় সংশ্লিষ্ট ডিপোগুলিতে বাস ঢোকা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা । বুধবার বিষয়টি পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নজরে আসতেই বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উৎসবের সময় এই ধরনের আন্দোলন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আর সে কারণেই এর দ্রুত সমাধান চান তিনি।

আরও পড়ুন: ডেঙ্গি রোধে পৌরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদে এসইউসিআই

পরিবহণ মন্ত্রী উল্লেখ করেন, ‘নো ওয়ার্ক নো পে’ এই চুক্তিতে কাজে ঢুকে সরকারকে নির্দিষ্ট বেতন দিতে হবে এই বলে চাপ তৈরি করা অনৈতিক। তবে প্রত্যেকেরই সংসার থাকে, পরিবার থাকে তাই তারা যাতে পর্যাপ্ত কাজ পান সে বিষয়টি দেখবেন তিনি। তার আগে আন্দোলন থেকে সরে আসতে হবে তাদের। পুজোর সময় এভাবে স্বাভাবিক জনজীবন ব্যস্ত করা কোনোভাবেই তিনি মেনে নেবেন না।

ABOUT THE AUTHOR

...view details