কলকাতা, 3 সেপ্টেম্বর: পাক্কা সাত বছর পর নন্দন চত্বরে ফের শুরু হল শারদ বই পার্বণ (Book Fair in Nandan) । পুজোর আগে বই প্রেমীদের মন খুশিতে ভরিয়ে দিল গিল্ড । সরকারের সহযোগিতায় 2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সাদরে পালিত হবে এই উৎসব । দুপুর 2 টো থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বইমেলা ৷
বই মানে এক অন্য অনুভূতি । পুজোর গন্ধ বয়ে নিয়ে আসে পূজাবার্ষিকী । আর এই বছর তো দুর্গাপুজো নিয়ে একাধিক চিন্তাভাবনা রাজ্য সরকারের । কার্যত মাস পয়লা থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী । আর তাই 7 বছর পর ফের নন্দন চত্বরে দেখা মিলল বইমেলার (Book Fair) ।
শুক্রবার এই উৎসবের সূচনা করেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay) ও রাজ্যের তথ্য ও সংস্কৃতির মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) । এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সদস্যরা (Publishers and Booksellers Guild) । সাত বছর পর ফের নন্দন চত্বরে বইমেলা করতে পেরে খুশি গিল্ডের তাঁরা ।
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "সাত বছর পর এই বইমেলা আমরা করতে পেরে খুশি । বিভিন্ন মেলায় যে বই শেষ পর্যন্ত বিক্রি হয় না সেই বইগুলো এখানে মিলবে । পাশাপাশি বেশ কিছু নতুন বই আছে । এ বছর বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় 100 জন প্রকাশকের বই পাওয়া যাবে এই মেলায় । বইয়ের স্টল রয়েছে 70টি । সাধারণ মানুষ দর-দাম করে মনের মতো বই কিনতে পারবে এখান থেকে ।"
নন্দন চত্বরে শুরু হল শারদ বই পার্বণ একদিকে, ইউনেসকোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ৷ প্রায় এক মাস ধরে চলবে এই উৎসবের মরশুম । রসিক বাঙালির এ বছর জমজমাট ফেস্টিভ মুডে থাকবেন । আর গণেশ পুজো কাটতে না কাটতেই শারদ বই পার্বণ এক অন্য মাত্রা এনে দেবে বইপ্রেমীদের কাছে ৷ শীর্ষেন্দু আরও বলেন," বহুদিন পর এখানে বইমেলা হচ্ছে দেখে ভালো লাগছে । মূল বইমেলার মতো না হলেও, এই বইমেলা মানুষকে আনন্দ দেবে । নন্দনে বহু মানুষ আসেন আড্ডা দিতে । ফলে এই বইমেলায় একটা ঘরোয়া ভাব রয়েছে । আমি চাই প্রতি বছর যেন এই বইমেলাটা হোক ।"
2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব আরও পড়ুন:করোনা ভুলে ধীরে ধীরে ছন্দে ভিক্টোরিয়ার হেরিটেজ ট্যুর; সঙ্গে বাড়তি পাওনা নেচার ট্যুরও
শুধু বই নেড়েচেড়ে দেখা নয় । এখানে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে চলবে আলোচনা সভা । বিনামূল্যে এই সভা দেখতে পারবেন সকলে । তবে বইপ্রেমীদের কাছে পুজোর আগে এই মেলা কেমন সাড়া ফেলে তাই এখন দেখার ৷