কলকাতা, 16 ফেব্রুয়ারি :বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের অনুরোধে অনশন তুলে নিলেন পার্শ্বশিক্ষকরা। আজ, মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের অবস্থান মঞ্চে হাজির হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তাঁর সঙ্গে কথা বলার পরই অনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন পার্শ্বশিক্ষকরা৷
পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে স্থায়ীকরণ ও বেতন কাঠামো প্রদানের দাবিতে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। আজ তাদের অবস্থান বিক্ষোভের 62 তম দিন এবং অনশনের 12 তম দিন। মুকুল রায়ের অনুরোধে শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে আজ অনশন প্রত্যাহার করে নিল পার্শ্বশিক্ষকরা।