কলকাতা, 6 জুন:'অপরাজিত' ছবি নিয়ে গতকালই বিতর্ক উস্কে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Legal notice to Aparajito team)। টুইট করে প্রশ্ন তুলেছিলেন 'অপরাজিত' ছবির ভাবনা কতটা মৌলিক ! নাকি অন্যের ভাবনা 'হাইজ্যাক' করে বানানো হয়েছে এই ছবি ? এই নিয়ে তদন্তের দাবিও করেন তিনি (Aparajito controversy)।
এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই অনীক দত্ত এবং প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠাল সাধু ব্রাদার্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস (Kunal Ghoshs allegation)। তাদের অভিযোগ, 'অপরাজিত'-ছবির ভাবনা ধার করা । অনেক আগেই তারা এই একই বিষয় নিয়ে ছবি বানাতে শুরু করেছিলেন । এই অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণও দাবি করেছে ওই প্রোডাকশন হাউস (legal notice sent to Anik Dutta)।
সাধু ব্রাদার্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের দাবি, 2012 সাল থেকে সত্যজিত্ রায় এবং তাঁর পথের পাঁচালি বানানোর যে যাত্রাপথ, তা নিয়ে ছবি বানাতে শুরু করেছিল তারা । তবে অর্থনৈতিক কিছু কারণে তারা ছবিটি শেষ করে উঠতে পারেনি । এখন ওই একই ভাবনা নিয়ে 'অপরাজিত' ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক অনীক দত্ত । যেটি কি না ইতিমধ্যেই মুক্তিও পেয়েছে । সাধু ব্রাদার্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের তরফে আইনি নোটিশে অনীক দত্ত ও তাঁর প্রযোজনা সংস্থার কাছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে ।