পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রেল-মেট্রোর কাজের জন্যই জল জমছে কলকাতায়, অভিযোগ ফিরহাদের - ফিরহাদ হাকিমের খবর

রেল ও মেট্রো রেলের জন্যই ভারী বর্ষায় জল জমছে মহানগরীতে । মণিখাল ও বাইপাসের দুটি ক্যানেল পয়েন্ট পরিদর্শনের পর এমনই অভিযোগ কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিমের ।

after heavy rain kolkata became waterlogged because of rail and metro work, alleges Firhad Hakim
রেল-মেট্রোর কাজের জন্যই জল জমছে কলকাতায়, অভিযোগ ফিরহাদের

By

Published : Jul 16, 2021, 4:45 PM IST

কলকাতা, 16 জুলাই:রেল এবং মেট্রোরেল দুই সংস্থার জন্য কলকাতায় ভারী বর্ষায় জল জমছে । দিন কয়েক আগে মণিখাল এবং এ দিন বাইপাসের দুটি ক্যানেল পয়েন্ট পরিদর্শন করার পর এই অভিযোগ করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । তাঁর অভিযোগ, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্যই শহরে জল জমছে ৷

কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার জল জমার কারণ খোঁজ করতে গিয়ে মণিখাল পরিদর্শন করেন ফিরহাদ হাকিম । এ দিন বাইপাসের ধারে নোনাডাঙা পাম্পিং স্টেশন এবং অভিষিক্তার কাছে বিবি ক্যানেল ও এলাকার লাগোয়া নিকাশি চ্যানেলগুলি ঘুরে দেখেন তিনি । আগামী বর্ষার আগে শহরের জল জমার সমস্যা দূর করতে খাল ও নিকাশির উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছে কলকাতা পৌরনিগম ।

ফিরহাদ হাকিম এ দিন প্রথমে পরিদর্শন করেন নোনাডাঙা পাম্পিং স্টেশন । নিকাশির জলপথে শালবল্লার দিয়ে ব্যারিকেড করা হয়েছে । পরিদর্শন করার পর ফিরহাদ নিকাশি বিভাগের আধিকারিকদের শালবল্লার ব্যারিকেড খুলে দিতে নির্দেশ দিয়েছেন । সেই সঙ্গে নিকাশির জলপথ থেকে ড্রেজিং করে কাদা মাটি তুলে খালের নাব্যতা বৃদ্ধি করতে বলেছেন তিনি । তাঁর মতে, দীর্ঘদিন ধরে কাদা মাটি জমতে জমতে নিকাশির নাব্যতা কমে গিয়ে জলের গতি কমে গিয়েছে । ফলে জল শহরের বুক থেকে নামতে বেশি সময় লাগছে ।

আরও পড়ুন:বঙ্গে দ্রুত উপনির্বাচন নিয়ে আশাবাদী তৃণমূল, কমিশন-সাক্ষাতের পর জানালেন সুদীপ

এরপর বাইপাসে অভিষিক্তা নিকাশি নালার চ্যানেল ও খালগুলি পরিদর্শন করেন পৌর প্রশাসক । অভিষিক্তার সামনে 7টি নিকাশি চ্যানেল রয়েছে । যার মধ্যে দুটি চ্যানেল খোলা, বাকি পাঁচটি চ্যানেল বন্ধ । ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাইপাসের উপরে মেট্রো রেলের কাজের জন্যই নিকাশি এই চ্যানেলগুলির বেশ কয়েকটি বন্ধ হয়ে গিয়েছে । ইতিমধ্যেই মেট্রো রেলের সঙ্গে কথা হয়েছে, আগামী মাসের 22 তারিখের মধ্যে এই চ্যানেলগুলো পরিষ্কার করে চালু করে দেওয়া হবে ।

খাল পরিদর্শনে ফিরহাদ

আরও পড়ুন :বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

বন্ধ হয়ে যাওয়া খালগুলি থেকে ড্রেজিং করে পলি তুলে নাব্যতা বৃদ্ধি করার জন্য খাল দফতরের সঙ্গেও কথা বলেছেন জানান পৌর প্রশাসক । বাইপাসের ধারে পাঁচটি খাল রয়েছে । নিকাশির জল ও ছোট খালগুলির জল বানতলার খালে পড়ে । বানতলা থেকে সেই জল গিয়ে পড়ে বিদ্যাধরী নদীতে ।

আরও পড়ুন:অধ্যক্ষের ঘরে তিন মিনিটে শেষ মুকুল-শুনানি, আদালতে যাচ্ছে বিজেপি

এ দিন ফিরহাদ জানিয়েছেন, মহেশতলা মণিখালের কিছু অংশ বুজিয়ে দিয়ে জবরদখলকারীরা দোকান বাড়ি তৈরি করে । তাঁদের উচ্ছেদ না-করেই মণিখালের বন্ধ করে দেওয়া অংশের সমান্তরালভাবে একটি দ্বিতীয় খাল খনন করার পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে । মণিখালের যে অংশ বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে নিকাশির পাইপ বসানো হবে । যাতে নিকাশির জল বেরিয়ে যেতে পারে ।

আরও পড়ুন :দলত্যাগ বিরোধী আইনে শিশির-সুনীলকে চিঠি লোকসভার সচিবালয়ের

শহর থেকে জল জমার সমস্যা দূর করতে গেলে মণিখালের সংস্কার করতে হবে বলেও জানান ফিরহাদ হাকিম । সেচ দফতরের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে । মণিখালের নাব্যতা বৃদ্ধি না-হলে শহরের থেকে জল জমার দুর্ভোগ কখনওই মিটবে না । তাই তিনি দ্রুত খাল খননের ব্যবস্থা করার জন্য সেচ দফতরকে নির্দেশ দিয়েছেন । পাশাপাশি সন্তোষপুর স্টেশন এলাকার কাজের জন্য রেলকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details