কলকাতা, 16 জুলাই:রেল এবং মেট্রোরেল দুই সংস্থার জন্য কলকাতায় ভারী বর্ষায় জল জমছে । দিন কয়েক আগে মণিখাল এবং এ দিন বাইপাসের দুটি ক্যানেল পয়েন্ট পরিদর্শন করার পর এই অভিযোগ করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । তাঁর অভিযোগ, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্যই শহরে জল জমছে ৷
কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার জল জমার কারণ খোঁজ করতে গিয়ে মণিখাল পরিদর্শন করেন ফিরহাদ হাকিম । এ দিন বাইপাসের ধারে নোনাডাঙা পাম্পিং স্টেশন এবং অভিষিক্তার কাছে বিবি ক্যানেল ও এলাকার লাগোয়া নিকাশি চ্যানেলগুলি ঘুরে দেখেন তিনি । আগামী বর্ষার আগে শহরের জল জমার সমস্যা দূর করতে খাল ও নিকাশির উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছে কলকাতা পৌরনিগম ।
ফিরহাদ হাকিম এ দিন প্রথমে পরিদর্শন করেন নোনাডাঙা পাম্পিং স্টেশন । নিকাশির জলপথে শালবল্লার দিয়ে ব্যারিকেড করা হয়েছে । পরিদর্শন করার পর ফিরহাদ নিকাশি বিভাগের আধিকারিকদের শালবল্লার ব্যারিকেড খুলে দিতে নির্দেশ দিয়েছেন । সেই সঙ্গে নিকাশির জলপথ থেকে ড্রেজিং করে কাদা মাটি তুলে খালের নাব্যতা বৃদ্ধি করতে বলেছেন তিনি । তাঁর মতে, দীর্ঘদিন ধরে কাদা মাটি জমতে জমতে নিকাশির নাব্যতা কমে গিয়ে জলের গতি কমে গিয়েছে । ফলে জল শহরের বুক থেকে নামতে বেশি সময় লাগছে ।
আরও পড়ুন:বঙ্গে দ্রুত উপনির্বাচন নিয়ে আশাবাদী তৃণমূল, কমিশন-সাক্ষাতের পর জানালেন সুদীপ
এরপর বাইপাসে অভিষিক্তা নিকাশি নালার চ্যানেল ও খালগুলি পরিদর্শন করেন পৌর প্রশাসক । অভিষিক্তার সামনে 7টি নিকাশি চ্যানেল রয়েছে । যার মধ্যে দুটি চ্যানেল খোলা, বাকি পাঁচটি চ্যানেল বন্ধ । ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাইপাসের উপরে মেট্রো রেলের কাজের জন্যই নিকাশি এই চ্যানেলগুলির বেশ কয়েকটি বন্ধ হয়ে গিয়েছে । ইতিমধ্যেই মেট্রো রেলের সঙ্গে কথা হয়েছে, আগামী মাসের 22 তারিখের মধ্যে এই চ্যানেলগুলো পরিষ্কার করে চালু করে দেওয়া হবে ।