কলকাতা, 11 জুন : বিজেপি ছেড়ে তৃণমূলের মঞ্চে মুকুল রায় (Mukul Roy) ৷ এই পরিস্থিতিতে তাঁর উদ্দেশ্যে একের পর প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন সাংবাদিকরা ৷ হঠাৎ উঠল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রসঙ্গ ৷
কোনও একজন সাংবাদিক এই সংক্রান্ত প্রশ্ন করতে যাচ্ছিলেন মুকুল রায়কে ৷ তিনি প্রশ্নের শুরুতে সবেমাত্র শুভেন্দু অধিকারীর নামটুকু উচ্চারণ করেছেন ৷ ব্যাস ! প্রশ্ন শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েদিলেন সাংবাদিক বৈঠক শেষ ৷ তার পর মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও দলের অন্য নেতাদের সঙ্গে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন ৷
উল্লেখ্য, এর আগে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক বয়কট করেছিলেন মমতা ৷ কারণ, হিসেবে শুভেন্দুর সেখানে উপস্থিতিকেই উল্লেখ করা হয়েছিল ৷ এদিনও তাই হল ৷ শুভেন্দুর নাম উঠতে দৃশ্যতই বিরক্ত হতে দেখা গেল তৃণমূল নেত্রীকে ৷
আরও পড়ুন :ঝরল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?
স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর উপর কেন এত রেগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? মুকুল রায়ও তো বিজেপিতে গিয়েছিলেন ৷ বিভিন্ন সভা-সমাবেশে তৃণমূলকে আক্রমণ করেছেন ৷ তার পরও তো তাঁকে আবার ঘাসফুল শিবিরে সাদরে গ্রহণ করা হল ৷ তাহলে শুভেন্দুর ক্ষেত্রে কেন এমন হচ্ছে ?
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই প্রশ্নের উত্তর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ৷ আর তিনি নিজেই শুক্রবার তৃণমূল ভবনে বসে সেই প্রশ্নের উত্তর দিয়েও দিয়েছেন ৷