কলকাতা, 2 এপ্রিল : সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ফায়ার অপারেটর পরীক্ষার পরীক্ষার্থীদের ওএমআর শিট দেখার সুযোগ দিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে এই প্রথম পরীক্ষার্থীদের ওএমআর শিট দেখার ব্যবস্থা করা হলেও, আগামীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রেও এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কমিশন। এমনই জানালেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস।
চলতি বছর 11 ফেব্রুয়ারি 2018 সালে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের অধীনে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর পদের জন্য 1 হাজার 452 জন প্রার্থীকে সুপারিশ করে তালিকা প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু সেই তালিকায় শুধুমাত্র প্রার্থীর রোল নম্বর ও ক্যাটাগরি দেওয়া হয়েছিল। প্রার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়া ছিল না। যা নিয়ে মামলা হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে গত 30 মার্চ 5 হাজার 376 জন প্রার্থীর সম্পূর্ণ ফলাফল প্রকাশ করে কমিশন। যেখানে প্রার্থীর নাম, রোল নম্বর, জন্মতারিখ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই তালিকায় সুপারিশ হওয়া প্রার্থীদের সঙ্গে সুপারিশ না হওয়া প্রার্থীদের ফলাফলও রয়েছে। সঙ্গে হাইকোর্টের নির্দেশে ওই পরীক্ষার সকল পরীক্ষার্থীদের ওএমআর শিট আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা চাইলেই কমিশনের ওয়েবসাইটে গিয়ে এনরোলমেন্ট নম্বর ও জন্মতারিখ লিখে জমা দিলেই নিজের ওএমআর শিট দেখতে পাবেন।