কলকাতা, 23 মার্চ : আজ সন্ধ্যার পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও হুগলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশ মেঘলা থাকবে । উত্তরবঙ্গে জেলাগুলোর মধ্যে দার্জিলিং ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শহর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে । আজ ও আগামীকাল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন । অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, আসাম ও ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।