পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নারী সুরক্ষায় বন্ধু অ্যাপ, প্রচারে শর্ট ফিল্ম - "বন্ধু" অ্যাপ

বন্ধুর প্রচারে এবার স্বল্প দৈর্ঘ্যের ছবি, দেখানো হবে শহরের সিনেমা হলে ৷

short-film-about-app-bandhu
"বন্ধু"র প্রচারে

By

Published : Jan 28, 2020, 3:01 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: নারী সুরক্ষায় কলকাতা পুলিশ এনেছে বন্ধু অ্য়াপ ৷ এই অ্যাপের প্রচারে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি, দেখানো হবে শহরের মাল্টিপ্লেক্সগুলিতে ৷ আসলে বিপদে যে বন্ধু আছে তা জানতেন না অনেকেই ৷ শহরের পুলিশ কমিশনার নির্দেশে বন্ধুর ব্যাপক প্রচার উদ্যোগ নেওয়া হয় । জরুরি পরিষেবা অ্যাপটির সম্পর্কে যাতে শহরবাসী জানতে পারে তার জন্য অ্যাপটি কার্যকারিতা বিস্তারিত জানিয়ে এবার একটি শর্ট ফিল্ম তৈরি করা হল । যা দেখানো হবে শহরের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে।

"বন্ধু"র প্রচারে কলকাতা পুলিশের স্বল্পদৈর্ঘ্যের ছবি
বন্ধু অ্যাপ বিপদে মহিলাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে ৷ এতে রয়েছে 'প্যানিক অ্যালার্ম বাটন' । দ্রুত খবর পৌঁছবে পুলিশ কন্ট্রোল রুমে ৷ গুগল ম্যাপের মাধ্যমে মহিলার অবস্থান জানা যাবে, সেইমতো হাজির হবেন উদ্ধারকারীরা ৷ পাশাপাশি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাহায্য চাওয়া মহিলার দুই পরিচিতের কাছেও পৌঁছবে তথ্য ৷
নারী সুরক্ষার কথা মাথায় রেখা দিন কয়েক আগে "তেজস্বিনী" ট্রেনিং দেয় কলকাতা পুলিশ । অন্যদিকে বন্ধু অ্যাপটিকে এমনভাবে বানানো হয়, যাতে বিপদগ্রস্তের আঙুলের ছোঁয়ায় খবর পৌঁছে যায় পুলিশের কাছে। যদিও পড়ুয়া থেকে চাকুরে, শহরের মহিলাদের এমন জরুরি পরিষেবা সম্পর্কে ধারণা ছিল না । পরবর্তীতে বন্ধু অ্যাপের ব্যাপক প্রচারের নির্দেশ দেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। সেই সূত্রে প্রচারে এবার শর্টফিল্ম ৷

ABOUT THE AUTHOR

...view details