পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিচ্ছেদের পর সব খারাপ হয়ে যায়, শোভনকে কটাক্ষ ফিরহাদের - শোভন চট্টোপাধ্যায়কে বিবাহ বিচ্ছেদ নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের

আয়ুষ্মান প্রকল্প থেকে পঞ্চায়েত ভোট । তৃণমূলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করলেন শোভন চট্টোপাধ্যায় । পালটা ফিরহাদ হাকিম বললেন, বিচ্ছেদের পর সব খারাপ হয়ে যায় ।

Firhad Hakim slams Sovan Chatterjee over divorce issue
শোভন চট্টোপাধ্যায়কে বিবাহ বিচ্ছেদ নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের

By

Published : Jan 11, 2021, 10:23 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : বিজেপির মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায় । শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী সোনার বাংলা গড়ার কথা বলেন । কিন্তু আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিকে আটকে দিয়ে কখনওই সোনার বাংলা গড়তে পারবেন না । শোভন চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যখন একসঙ্গে ঘর-সংসার করে তখন সব ভালো লাগে । যখন ডিভোর্স হয়ে যায় তখন শ্বশুরবাড়িতে সবকিছুই খারাপ হয়ে যায় । শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠিক তাই ঘটছে । এতদিন তিনি যখন তৃণমূলে ছিলেন তখন সব রকম ক্ষমতার সুবিধা ভোগ করেছেন । যখন তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে গেছেন তখন তৃণমূলের সবকিছুই খারাপ বলে মনে হচ্ছে তাঁর । এই ধরনের মন্তব্য খুব দুর্ভাগ্যজনক ।

আরও পড়ুন :অবশেষে বিজেপিতে পদ পেলেন শোভন-বৈশাখী

শোভনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ আরও বলেন, "বাংলার মানুষের কাছে আয়ুষ্মান ভারতের থেকে অনেক বেশি কার্যকর স্বাস্থ্যসাথী । আয়ুষ্মান ভারতের যে রেট দেওয়া রয়েছে তা শুধু সরকারি হাসপাতালের ক্ষেত্রে কার্যকর হবে । বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাবে না সাধারণ মানুষ । স্বাস্থ্যসাথী কার্ড বিশ্বের এক নম্বর স্বাস্থ্য বিমা ।" পাশাপাশি তাঁর প্রশ্ন, দেশের 130 কোটির মধ্যে বাংলার দশ কোটি মানুষকে বাদ দিলেও বাকি 120 কোটি মানুষ কি সত্যিই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন? তাঁর মতে, স্বাস্থ্যসাথী কতটা অভিনব তা বোঝার মতো ক্ষমতা নেই শোভন চট্টোপাধ্যায়ের ।

আরও পড়ুন :সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কিছু এসে যায় না : ফিরহাদ

ফিরহাদ হাকিমকে নিশানা করে শোভনের মন্তব্য, "পিছনের দরজা দিয়ে মেয়র পদে বসেছেন । পৌর নির্বাচন হলে তৃণমূল হেরে যাবে । তাই ভোট করাতে ভয় পাচ্ছেন ফিরহাদ হাকিম । তৃণমূল কীভাবে পঞ্চায়েত ভোট করিয়ে ক্ষমতায় এসেছিল সেটা ফিরহাদ হাকিম জানেন ।" পালটা ফিরহাদ জানান, শোভন চট্টোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের তিনি কোনও উত্তর দেবেন না । যেদিন নির্বাচন হোক, সেদিনই তাঁরা প্রস্তুত । জয়ের বিষয়ে 100 শতাংশ নিশ্চিত তৃণমূল । আর তৃণমূলে থাকাকালীন পঞ্চায়েত ভোট করানোর দায়িত্ব ছিল শোভন চট্টোপাধ্যায়ের । তাই তাঁর এই ধরনের মন্তব্য করা মানায় না বলে মনে করছেন পৌরমন্ত্রী ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details