কলকাতা, 3 অগস্ট: দিল্লির পর এ বার গুয়াহাটিতেও আটক হলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা (CID officers detained by Assam police)। নোট উদ্ধার কাণ্ডে দিল্লির পাশাপাশি গুয়াহাটিতেও তল্লাশি অভিযান চালায় সিআইডি-র একটি বিশেষ দল । কিন্তু এ দিন থানায় রিকুইজিশন জমা দেওয়ার সময় সিআইডির ওই প্রতিনিধি দলকে একপ্রকার বলপূর্বক আটক করে অসম পুলিশ (Jharkhand MLAs)।
এ বিষয়ে ইটিভি ভারতকে ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ জানান, "আমরা আইনি পদক্ষেপ করব । তদন্তের ক্ষেত্রে আমাদের যাবতীয় কাগজপত্র ঠিক রয়েছে এবং আইনতভাবেই আমরা কাজ করছি ।"
দিল্লির জট কাটতে না কাটতেই ফের গুয়াহাটিতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে কাজ করতে বাধা এবং তাদেরকে আটক করার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে । রাজ্য পুলিশ সূত্রের খবর, একজন এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দুজন আইজি পদমর্যাদার আইপিএস আধিকারিকের সঙ্গে কথা বলছেন অসম পুলিশের শীর্ষ কর্তারা ৷
আরও পড়ুন:ঝাড়খণ্ড-কাণ্ডের তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক বাংলার 3 সিআইডি গোয়েন্দা
কংগ্রেসের তিন বিধায়কের কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধার (Money recovery case) হওয়ার ঘটনায় দিল্লিতে সিআইডির একটি বিশেষ দলকে আটক করে দিল্লি পুলিশ । এ দিন সিআইডির একটি বিশেষ দল দিল্লিতে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় । অভিযোগ, সেখানে আচমকাই চলে আসেন দিল্লি পুলিশের আধিকারিকরা এবং সিআইডি গোয়েন্দাদের তাঁরা স্থানীয় থানায় নিয়ে যান । তাঁদের ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ, এমনটাই অভিযোগ রাজ্য পুলিশের । এই ঘটনার পরই রাজ্য পুলিশের তিন শীর্ষ কর্তা রওনা হন দিল্লির উদ্দেশে ।