পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাসপাতালে সংকটজনক অবস্থায় বিকাশ মিশ্র, থমকে কয়লা পাচার কাণ্ডের তদন্ত

তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে বিকাশ মিশ্রের বিরুদ্ধে একাধিক গোপন তথ্য পাওয়া গিয়েছে ৷ এক্ষেত্রে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে ।

হাসপাতালে সংকটজনক অবস্থায় বিকাশ মিশ্র, থমকে কয়লা পাচার কাণ্ডের তদন্ত
হাসপাতালে সংকটজনক অবস্থায় বিকাশ মিশ্র, থমকে কয়লা পাচার কাণ্ডের তদন্ত

By

Published : Apr 20, 2021, 5:42 PM IST

কলকাতা, 20 এপ্রিল : কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র অসুস্থ ৷ ফলে মাঝপথে আচমকাই শ্লথ হয়েছে এই ঘটনার তদন্ত ৷ বিকাশ মিশ্র কয়লা পাচার কাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই ৷ তাই এই ঘটনার তদন্তে তাঁর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছিল বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে ৷ আর সেই কারণেই এই তদন্তের গতি কিছুটা হলেও কমেছে বলে খবর ৷

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে কয়লা পাচারে কাণ্ডে বিনয় মিশ্রর কাছ থেকে টাকা নিয়ে দিল্লিতে গিয়ে একাধিক ব্যক্তির হাতে টাকা তুলে দিতেন বিকাশ । কিন্তু কাদের তিনি টাকা দিতেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে ৷ বিকাশ আরও জেরা করা গেলে এই তথ্য পাওয়া যেত ৷ আর তদন্ত চালানোর জন্য এই সব তথ্য জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা ৷ কিন্তু বিকাশ মিশ্র অসুস্থ থাকায় তাঁকে জেরা করা যাচ্ছে না ৷ তাই তথ্যও পাওয়া যাচ্ছে না ৷

উল্লেখ্য, লিভারের সমস্যা নিয়ে বর্তমানে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ । সিবিআই সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিলেন বিকাশ মিশ্র ৷ ফলে ওজন সংক্রান্ত এবং লিভারের জটিল সমস্যা ধরা পড়েছে । বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছিল । চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা । তদন্তকারীদের আশা, দ্রুত সেরে উঠবেন বিকাশ ৷ সিবিআই সূত্রের খবর, বিকাশ যেহেতু তাদের হেফাজতে রয়েছে, তাই তাঁর কেবিনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বন্দোবস্ত করা হয়েছে ।

তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে বিকাশ মিশ্রের বিরুদ্ধে একাধিক গোপন তথ্য পাওয়া গিয়েছে ৷ এক্ষেত্রে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে ।

সিবিআই সূত্রে খবর, শেষদিন কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল বিকাশ মিশ্রকে ৷ জেরা চলাকালীনই অসুস্থ হয়ে পড়ছিলেন বিকাশ মিত্র । পরেরদিন রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে গেলে তিনি অসুস্থ বোধ করেন ৷ পরে তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন :কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার

সিবিআই সূত্রে খবর, যেহেতু বিকাশ মিশ্র সরাসরিভাবে বিনয় মিশ্র সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ তাই তাঁকে ঘৃণা করা অত্যন্ত প্রয়োজনীয় সিবিআই-এর কাছে।

ABOUT THE AUTHOR

...view details