পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শ্রী'রাম'পুর বা 'রাম'রাজাতলা বাংলা ছাড়া আর কোথায় আছে ? অমর্ত্যকে প্রশ্ন তথাগতর - jay sree ram

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন । ওঁর নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে মন্তব্যের জন্য এভাবেই অমর্ত্য সেনের সমালোচনা করলেন মেঘালয়ের রাজ্যপাল ।

তথাগত রায় ফাইল ছবি

By

Published : Jul 8, 2019, 9:33 AM IST

কলকাতা, 8 জুলাই: দিলীপ ঘোষের পর এবার তথাগত রায় । অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন । ওঁর নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে মন্তব্যের জন্য এভাবেই অমর্ত্য সেনের সমালোচনা করলেন মেঘালয়ের রাজ্যপাল ।

কলকাতা সফরে এসে গতকাল তথাগত রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "শ্রীরামপুর বা রামরাজাতলা বাংলা ছাড়া কি অন্য কোথাও আছে ? যখন বাঙালি ভূতের ভয়, তখন কি রাম-রাম বলে না ! উনি অর্থনীতিতে নোবেল জয় করেছেন । ওঁর উচিত নিজের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা ।"

আরও পড়ুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

উল্লেখ্য, গত শুক্রবার (5 জুলাই) যাদবপুর বিশ্বিবদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন অমর্ত্য সেন । সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি বলেন, "আগে কখনও এভাবে জয়শ্রীরাম ধ্বনি আমি শুনিনি । এখন এই স্লোগান ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র মানুষকে প্রহারের জন্য । বাংলার সংস্কৃতির সঙ্গে এর কোনও যোগ নেই ।" তাঁর এই মন্তব্যের পর থেকে BJP শিবির নোবেলজয়ীর সমালোচনায় মুখর হয়ে ওঠে ।

আরও পড়ুন : জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

BJP-রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকালই একটি জনসভা থেকে নাম না করে অমর্ত্য সেনকে আক্রমণ করে বলেন, "রামের মাহাত্ম্য বুঝবেন কি করে! উনি তো থ্রি এক্স রামের ভক্ত । যারা থ্রি এক্স রামের ভক্ত, তাঁরা রামের মহিমা বুঝবেন না ।"

আরও পড়ুন : উনি থ্রি এক্স রামের ভক্ত, কাকে এ কথা বললেন দিলীপ ঘোষ ?

ABOUT THE AUTHOR

...view details