পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Metro Rail : এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন - Advertisement of private company in Kolkata Metro

উপার্জন বাড়াতে এবার বিজ্ঞাপনের অভিনব পথ বাছল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Advertisement on Walls of Metro Track in Kolkata) ৷ প্ল্যাটফর্মে রেললাইনের পাশের দেওয়ালগুলিতে বিজ্ঞাপন দেবে বেসরকারি সংস্থা ৷ এর জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Advertisement in Side Walls of Metro Track in Kolkata
Advertisement in Side Walls of Metro Track in Kolkata

By

Published : Apr 23, 2022, 9:35 AM IST

কলকাতা, 23 এপ্রিল : মেট্রো স্টেশনের নাম থেকে শুরু করে মেট্রো রকের হ্যান্ডেল সবেতেই এখন বিজ্ঞাপন ৷ এবার তার থেকে বাদ পড়ল না ট্র্যাকের লাগোয়া দেওয়ালও ৷ প্ল্যাটফর্মের আপ ও ডাউন লাইনের গা-ঘেসে যে দেওয়াল উঠেছে ৷ সেই দেওয়ালগুলি এবার ব্যবহার করা হবে বিজ্ঞাপনের জন্য (Advertisement on Walls of Metro Track in Kolkata) ৷ জানিয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ ৷

এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ (Advertisement of private company in Kolkata Metro) হয়ে মেট্রোর উত্তর-দক্ষিণ করিডরের (দক্ষিণনেশ্বর-কবি সুভাষ) পাঁচটি স্টেশনে বিজ্ঞাপন দিয়ে সাজানো হবে দেওয়ালগুলি ৷ ইতিমধ্যে সেই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডরের যে পাঁচটি স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া দেওয়ালে এই বিজ্ঞাপন দেওয়া হবে, সেই স্টেশনগুলি হল- শ্যামবাজার, ময়দান, যতীন দাস পার্ক, কালীঘাট ও রবিন্দ্রসদন ৷ এই স্টেশনগুলির প্ল্যাটফর্মের 240 স্কোয়ার ফিট জায়গায় আপ ও ডাউন লাইনে এই সংস্থা তাদের 10টি বিজ্ঞাপন লাগাতে পারবে ৷

আরও পড়ুন : Diagnostic Centers At Kolkata Metro : এবার মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার, বসানো হচ্ছে চা-কফির মেশিনও

করোনা সংক্রমণের পর থেকে মেট্রোতে যাত্রীভাড়া থেকে আয় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল ৷ তাই বিকল্প রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ মূলত কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো রেল ৷ পাশাপাশি প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ৷ তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে ৷ তাই এই বেসরকারি সংস্থা তাঁদের জনসংযোগ বাড়াতে মেট্রো রেলের মতো মাধ্যম ব্যবহার করছে ৷

ABOUT THE AUTHOR

...view details